কলকাতা বিভাগে ফিরে যান

‘খেলা হবে দিবস’ নিয়ে বিজেপির আপত্তি উড়িয়ে পালন করলেন খোদ দিলীপ ঘোষ?

August 16, 2021 | < 1 min read

রাজ্য সরকারের কর্মসূচী ‘খেলা হবে দিবস’ (Khela Hobe Diwas) নিয়ে কম কটাক্ষ করেনি বিজেপি (BJP)। এমনকি বাংলাকে পাকিস্তান বানানোর চক্রান্তের অভিযোগও আনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই দিনটি পালন নিয়ে বিভিন্ন সময় আপত্তিও এনেছে গেরুয়া শিবির। আর সেই আপত্তির তোয়াক্কা না করে রাজ্য সরকারের ‘খেলা হবে দিবসে’-এ ফুটবল খেললেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এদিন ইকো পার্কে শরীর চর্চা করতে এসে মাতলেন ফুটবল খেলায়। খেলতে গিয়ে একবার পড়েও যান একবার। অন্যান্য দিনের মতো এদিনও ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। মেতে ওঠেন ফুটবল খেলায়। আর এ নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রশ্ন, তাহলে কি বিজেপির রাজ্য সভাপতিও পালন করছেন রাজ্য সরকারের কর্মসূচী!

একুশের নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের উদ্যোগে ১৬ অগস্ট ‘খেলা হবে দিবস’ পালনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজ রাজ্য তথা দেশ জুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। কর্মসূচি সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #Khela Hobe diwas

আরো দেখুন