জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব
সব জল্পনার অবসান। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। আজ সকালেই দল ত্যাগ করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন তিনি। তার টুইটার বায়োতেও পরিবর্তন করেছেন তিনি। কংগ্রেসের “প্রাক্তন সদস্য” লিখে আজ সকালেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি পদত্যাগ করছেন।
সোনিয়াকে লেখা চিঠিতে সুস্মিতা লিখেছেন যে তিনি “জনসেবার নতুন অধ্যায় শুরু করছেন”। তিনি কংগ্রেসের মহিলা শাখা, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রধান ছিলেন। আজ দুপুরে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, উত্তর পূর্বে তৃণমূলের মুখ হিসেবে তুলে ধরা হতে পারে তাঁকে। অসমের রাজ্য সভাপতির পদ দেওয়া হতে পারে সুস্মিতাকে।
সুস্মিতা প্রায় তিন দশক ধরে কংগ্রেস করেছেন। ষোড়শ লোকসভায় তিনি শিলচরের প্রতিনিধিত্ব করেছেন। উল্লেখ্য, সম্প্রতি দিল্লির নির্যাতিতার পরিবারের ছবি টুইট করার ‘দোষে’ যে কয়জন কংগ্রেস নেতৃত্বের টুইটার হ্যান্ডেল লক করে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন সুস্মিতা দেব।