রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও নিম্নমুখী সংক্রমণ

August 16, 2021 | < 1 min read

এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০২ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। কমেছে মৃত্যুও। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। যা নিঃসন্দেহে আশার আলো জোগাচ্ছে রাজ্যবাসীকে। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৭৪ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত সেখানকার ৬২ জন।সামান্য হলেও বেড়েছে ওই জেলার সংক্রমণ। তৃতীয় স্থানে দার্জিলিং (Darjeeling)। একদিনে সেখানকার ৪৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। তবে আগের দিনের তুলনায় সংক্রমণ প্রায় অর্ধেক। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৪৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৯২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৯,০৬৫।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। একদিনে করোনার বলি সেখানকার ২ জন করে। তবে উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩১২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৯১ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১০,৯২১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৭ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৪,১৩,২৮১ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid19

আরো দেখুন