রাজ্য বিভাগে ফিরে যান

এবার ১৫ দিনেই অনলাইনে পাওয়া যাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন ও ট্রেড লাইসেন্স

August 17, 2021 | 2 min read

বাড়িতে বসে অনলাইনে (Online) মাত্র ১৫ দিনের মধ্যে পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান (Building Plan), মিউটেশন (Mutation) এবং ট্রেড লাইসেন্স (Trade License) পাবেন নাগরিকরা। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই কাজ না-হয়, তাহলে পেনাল্টি দিতে হবে পুরসভার আধিকারিকদের। স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজের জন্যই এই উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র সোমবার ভার্চুয়ালি ই-গৃহনকশা, ই-ট্রেড লাইসেন্স, ই-মিউটেশন উদ্বোধন করেন। রাজ্যের ১২৩টি পুরসভায় ই-ট্রেড লাইসেন্স এবং ই-মিউটেশন চালু হয়ে গেল। আর ৬০টি পুরসভায় চালু হল অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন হল। যার মধ্যে এ ক্যাটিগরি পুরসভা হল ১৪টি, বি ক্যাটিগরি পুরসভা হল ৭টি এবং সি ক্যাটিগরি হল ৩৪টি পুরসভা। বাকি পুরসভাগুলিতে তিনমাসের মধ্যে চালু হয়ে যাবে বলে জানিয়ে দিলেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

এদিন উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং পুরমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, পুরসচিব খলিল আহমেদ, শ্রমসচিব বরুণ রায় প্রমুখ। মুখ্যসচিব বলেন, অনেক সময় দেখা যায়, বিল্ডিং প্ল্যান অনুমোদন করাতে অনেক হয়রানি হতে হয়, তিন-চার মাস সময় সময় লেগে যায়, তা বন্ধ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই ইওডিবি (ইজ অব ডুয়িং বিজনেস) চালু করলাম। ই-অ্যপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর ফলে দু’কোটি মানুষ উপকৃত হবেন বলে জানান অমিত মিত্র। তিনি বলেন, আমরা ই-ট্যাক্সেশন, ই-আবগারি, আইএফএমস, ই-কন্যাশ্রীতে একনম্বর স্থান অর্জন করেছি। এবার আমরা ই-গৃহনকশা, ই-ট্রেড লাইসেন্স, ই-মিউটেশন চালু করলাম। ই-মিউটেশনের সঙ্গে ই-নথিকরণ পোর্টাল যুক্ত করায় কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এতে স্বচ্ছতা আরও বাড়বে।

পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দেশে কোথাও এধরনের উদ্যোগ নেওয়া হয়নি, পশ্চিমবঙ্গই প্রথম। যদি ১৫ দিনের মধ্যে এই সার্ভিস না পান তাহলে টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন। নম্বরটি হল, ১৮০০-৩৪১-৮২৪৩। আর ই-মেল করেও অভিযোগ জানানো যাবে। অ্যাড্রেসটি হল, helpdesk.sws.udma.wbgov.in। আবেদন করার পর আবেদনকারীর কাছে এসএমসস বা মেল চলে যাবে। আর ১৫ দিনের মধ্যে কাজ না-হলে রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্টে পেনাল্টি হবে সংশ্লিষ্ট অফিসারের।

TwitterFacebookWhatsAppEmailShare

#online, #Building Plan

আরো দেখুন