মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন অসুস্থ সাধন পান্ডে?

দিন কয়েক আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাধনবাবু।

August 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande) বেশ কিছু দিন ধরেই অসুস্থ। তাঁর শারীরিক যা অবস্থা তাতে সাধনবাবুর পক্ষে আর মন্ত্রিত্ব করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। তাই তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা বিবেচনা করছে শাসক নেতৃত্ব। তাঁর জায়গায় নতুন কাউকে মন্ত্রী করা হতে পারে। শীঘ্রই এনিয়ে ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক মহলের খবর। স্বাভাবিকভাবে এনিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

দিন কয়েক আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাধনবাবু। ভেন্টিলেশনেও তাঁকে রাখা হয়েছিল। এখন অবস্থা স্থিতিশীল। তবে বার্ধক্যজনিত কারণে চিকিৎসকদের একাধিক নির্দেশ রয়েছে। ক্রেতা-সুরক্ষা এবং স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী রয়েছেন সাধনবাবু। কিন্তু তিনি শয্যাশায়ী থাকায় দপ্তর নতুন কারও হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen