উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

তৃণমূলের জলপাইগুড়ি জেলা কোর কমিটির প্রথম বৈঠক সম্পন্ন

August 21, 2021 | < 1 min read

নতুন কমিটি গঠনের পর শুক্রবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কোর কমিটির (Jalpaiguri District Trinamool Core Committee) সদস্যরা প্রথম বৈঠকে বসেন। জেলা সভানেত্রী মহুয়া গোপের লাটাগুড়ির পার্টি অফিসে বৈঠকটি হয়। তাঁর বার্তা, দল কোনও সিন্ডিকেট বা গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করবে না।

বিজেপি সাংসদ তথা মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ও জন বারলা (John Barla) যেভাবে জাতপাত ও বঙ্গভঙ্গের চক্রান্ত করছে, সেগুলিকে রাজনৈতিকভাবে রুখতে হবে বলে জানান জেলা সভানেত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়, যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, জেলা মহিলা সভানেত্রী নুরজাহান বেগম ও দলের শ্রমিক সংগঠনের সভাপতি রাজেশ লাকরা।

বৈঠক শেষে কমিটির সদস্যরা বৈঠককে ইতিবাচক বলে ব্যাখ্যা করেন। দলের যুব সভাপতি বলেন, বৈঠকে ঠিক হয়েছে আরও সাংগঠনিক শক্তি বাড়াতে ব্লকে ব্লকে গিয়ে তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন দলের জেলা সভানেত্রী ও চেয়ারম্যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #jalpaiguri

আরো দেখুন