ত্রিপুরায় কংগ্রেসের কার্যকরী সভাপতির ইস্তফা, তৃণমূলে যোগদানের জল্পনা
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আর মাত্র দেড় বছর বাকি। ‘খেলা হবে’ স্লোগান তুলে সেই রাজ্যের রাজনৈতিক আঙিনায় ঝড় তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতেও বিজেপি যেভাবে তৃণমূলকে গুরুত্ব দিতে শুরু করেছে তাতে কিছুটা ম্লান হয়েছে সিপিএম এবং কংগ্রেস। এই আবহে এদিন পদত্যাগ করলেন সে রাজ্যের কংগ্রেসের কার্যকরী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি দাবি করেছেন যে ব্যক্তিগত কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন কংগ্রেস (Congress) সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছে।
পদত্যাগের কারণ জিজ্ঞেস করা হলে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি এখনই পদত্যাগের কারণ বলতে পারব না। তবে আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’ এদিকে সেরাজ্যের কংগ্রেস নেতারা পীযূশবাবু তৃণমূল যোগের সম্ভাবনা উড়িয়ে দেননি। যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত খবর নেই।
এদিকে পেশায় আইনজীবী পীযূষবাবু সম্প্রতি আদালতে ধৃত ২৩ আই-প্যাক কর্মীর হয়ে আদালতে সওয়াল করে তাঁদের জামিন পাইয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে সমীক্ষা করতে সে রাজ্যে গিয়ে গ্রেফতার হন এই ২৩ আই-প্যাক কর্মী। তাঁদের বিরুদ্ধে পুলিশ অতিমারী আইন ভাঙার অভিযোগ করেছিল।
এদিকে জল্পনা থাকলেও পীযূষবাবু নিজে দাবি করেছেন যে তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। পীযূষবাবু এদিন টুইট করে লেখেন, ‘আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই কংগ্রেস নেতৃত্বের কাছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং দলের সমর্থকদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। আজ আমি আমার পদ থেকে সরে দাঁড়িয়েছি এবং রাজনীতি থেকে অবসর নিচ্ছি। আমি বিশেষ ভাবে শ্রীমতি সোনিয়া গান্ধীজিকে ধন্যবাদ জানাই।’