খেলা বিভাগে ফিরে যান

মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে হারাল এটিকে মোহনবাগান

August 22, 2021 | < 1 min read

বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) পর এবার মালদ্বীপের (Maldives) মাজিয়া স্পোর্টস (Maziya Sports) অ্যান্ড রিক্রিয়েশনকে ক্লাবকেও হারিয়ে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল উপহার দিল সবুজ-মেরুন ব্রিগেড। লিস্টন কোলাসো, রয় কৃষ্ণ এবং মনবীরের দুরন্ত গোলে এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র দ্বিতীয় ম্যাচেও জয় পেল হাবাস বাহিনী। সেই সঙ্গে শেষ চারে যাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল তাঁরা।

প্রথম ম্যাচে ভারতীয় ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরু এফসিকে হারালেও, সারা ম্যাচে বল পজেশন কিন্তু বেশ ভালই ছিল সুনীল ছেত্রীদের। তবু হাবাসের দলের অনায়স জয় পেতে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে এটিকে মোহনবাগান কোচ হাবাস পরের রাউন্ডে যাওয়া নিয়ে কোনও আলোচনা শুনতেই রাজি ছিলেন না। সমীহ করছিলেন প্রতিপক্ষকে। তাঁর মাথায় শুধুই শনিবারের মাজিয়া স্পোর্টস ম্যাচটিই ঘুরছিল। মালদ্বীপ থেকে জানিয়েও দিয়েছিলেন, “আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। একটা ম্যাচ হয়ে গিয়েছে। এবার মাথায় শনিবার পরের ম্যাচ নিয়ে। এছাড়া এই মুহূর্তে আমরা অন্য আর কিছুই ভাবছি না।”

TwitterFacebookWhatsAppEmailShare

#ATK Mohunbagan, #Maziya Sports, #AFC Cup

আরো দেখুন