বিনোদন বিভাগে ফিরে যান

ফটোগ্রাফারেরে আবদারে ক্ষুব্ধ অভিনেতা রাহুল ব্যানার্জি

August 22, 2021 | < 1 min read

কাজের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তাই বলে এভাবে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কেন টানাটানি, এই প্রশ্নটাই তুললেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিজের একটি অভিজ্ঞতার কথা ফেসবুকে ভাগ করে নেন রাহুল। সেখানে অভিনেতা লেখেন, সম্প্রতি এক ফটোগ্রাফার তাঁর সঙ্গে ফটোশ্যুটের আগ্রহ জানান,তাতে রাজিও হন রাহুল। তারপরই সেই ফটোগ্রাফারের আবদার ‘দাদা, প্রিয়াঙ্কাদিকে পাওয়া যাবে?’ তাতেই বেজায় ক্ষুব্ধ অভিনেতা।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রাহুল জানান,এই প্রস্তাব শুনে কিছুক্ষণ হতবাক হয়ে যান অভিনেতা। তিনি জানান, আজ প্রায় কয়েক বছর হয়ে গিয়েছে তাঁর ও প্রিয়াঙ্কার ছাড়াছাড়ি হয়েছে। তিনি যে ‘নবাব কিনলে আরাম ফ্রিতে বিশ্বাসী নন’, সে কথাও স্পষ্ট করেছেন রাহুল। স্বাভাবিকভাবে এরকম নির্বোধ লোকের সঙ্গে কাজ করা সম্ভব নয় বলেও জানান। পাশাপাশি অভিনেতা এও স্পষ্ট করেন , এই অভিজ্ঞতার কারণে তাই বলে photoshoot করব না তা নয়। রাহুল লেখেন, ‘যদি কোনও ফটোগ্রাফার আমার সঙ্গে(এবং শুধু আমার সঙ্গে) কাজ করতে আগ্রহী হন জানাবে’।

পরিচালক রাজর্ষি দে’র ‘মায়া’ ছবির শ্যুটিং করতে গিয়ে আলাপ এই ফটোগ্রাফারের সঙ্গে। তাই ফেসবুক কমেন্ট বক্সেই রাহুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পরিচালক ৷ রাজর্ষি দে জানান, তিনিও প্রথম বার ওই চিত্রগাহকের সঙ্গে কাজ করছেন৷ যদিও রাহুল রাজর্ষির কাছে অনুরোধ করেছেন, এর মধ্যে না ঢুকতে।

রাহুলের পোস্টে দেখা গিয়েছে টলি তারকাদের পালটা মন্তব্যের ভিড়। দেবলীনা, শ্রীজাত, রূপাঞ্জনা, সুজয়, শ্রুতিদাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী কে নেই সেই কমেন্টে। সকলেই তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই প্রসঙ্গে।বেশ কয়েকবছর ধরেই আলাদা রাহুল-প্রিয়াঙ্কা। তবে এখনও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। তবে ছেলে সহজের কারণের বন্ধুত্বা রয়েছে এই জুটির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Rahul Banerjee, #Priyanka Sarkar

আরো দেখুন