স্বাস্থ্যকর্মীদের বিশেষ অনলাইন প্রশিক্ষণের আয়োজন করছে পুরসভা

শহরের ন’টি পুর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে তৈরি হচ্ছে বিশেষ হাব।

August 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শহরের ন’টি পুর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে তৈরি হচ্ছে বিশেষ হাব। সেখানে ৪৬ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রটিকে মূল সেন্টার বা হাব করা হয়েছে। সেখান থেকে বাকি আটটি স্বাস্থ্যকেন্দ্রে সরাসরি অনলাইনে যোগাযোগ স্থাপন করে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ, সোমবার সেই বিশেষ ভার্চুয়াল প্রশিক্ষণের উদ্বোধন করবেন কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ। কীভাবে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন, চিকিৎসা পরিষেবা আরও কীভাবে উন্নত করা যায়, সেই সব বিষয়েই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

দিল্লির একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা এই বিশেষ ট্রেনিং প্রোগ্রাম চালু করছে। তার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এলইডি টিভি, ল্যাপটপ, ব্রডব্যান্ড পরিষেবার পরিকাঠামো তৈরি করা হয়েছে। প্রয়োজনে প্রতিদিনের টিকাকরণ কর্মসূচির আপডেট নিয়েও সরাসরি পুর স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে পুরসভার আধিকারিকরা অনলাইনে আলোচনা করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen