বাংলাভাগের রাজনীতি বন্ধ হোক: ব্রাত্য বসু
রাজ্যভাগ নিয়ে একেক বার একেক সুরে কথা বলছে বিজেপি। সাংবাদিক বৈঠকে জন বারলা এবং দিলীপ ঘোষের ভাষণের ভিডিও ফুটেজ চালিয়ে সেকথাই প্রমাণ করলেন তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Brtaya Basu)। সাংবাদিক বৈঠকে মোট তিনটি ভিডিও ফুটেজ চালানো হয়। যেখানে প্রথমটিতে চলতি বছরের জুন মাসে বিজেপি সাংসদ তথা ক্যাবিনেট মন্ত্রী জন বারলা উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবি জানাচ্ছেন। দ্বিতীয়টিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারলার দাবি উড়িয়ে বলছেন এটি তাঁর নিজস্ব মত। দল মনে করে পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর তার উন্নতির লক্ষ্যেই আমরা লড়াই করব। আবার তৃতীয় ভিডিওতে আগস্ট মাসে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ জন বারলাকে পাশে বসিয়ে তাঁর পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করছেন। মন্ত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিজেপি একটি বিচ্ছিন্নতাবাদী দল। গোর্খাল্যান্ডের দাবিতেও তারা ইন্ধন জুগিয়েছে। এদিন ব্রাত্য বসু পৃথক রাজ্যের দাবিতে দলের অবস্থান স্পষ্ট করে বলেন, রাজ্যভাগের দাবিকে প্রশ্রয় দেবেন না মুখ্যমন্ত্রী। এবিষয়ে তিনি অনড়।
উত্তরবঙ্গকে উপেক্ষা করা হয়েছে বিজেপির এই দাবি উড়িয়ে দিয়ে মন্ত্রী একে একে তুলে ধরেন উত্তরবঙ্গের উন্নয়ন স্বার্থে গৃহীত রাজ্য সরকারের প্রকল্পের খতিয়ান। চা সুন্দরী প্রকল্প থেকে পর্যটন শিল্পে অর্থ বিনিয়োগ ব্রাত্য বসু সামনে আনেন কীভাবে উত্তরবঙ্গকে সাজিয়ে তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্ত্রী জানান জিডিপির নিরীখে কলকাতার পরেই রয়েছে দার্জিলিং জেলা। সবশেষে অনুরোধ করেন বাংলা ভাগের রাজনীতি বন্ধ হোক।