← রাজ্য বিভাগে ফিরে যান
লকডাউনে তৃণমূল শিক্ষকদের উদ্যোগকে স্বীকৃতি সর্বভারতীয় পত্রিকার
লকডাউনে শিক্ষক-শিক্ষিকারা পৌঁছে গিয়েছিলেন পড়ুয়াদের দরজায়। স্থানীয় ক্লাবের মাঠ বা কোনও ফাঁকা জায়গায় চলেছে ক্লাসরুম। উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সেই উদ্যোগকে স্বীকৃতি দিল সর্বভারতীয় পত্রিকা এডুকেশন ওয়ার্ল্ড।
দেশের ৩০ জন শিক্ষাব্রতী বিকল্প শিক্ষাপদ্ধতি নিয়ে তাতে মতামত রেখেছেন। তাঁদের মধ্যে স্থান দেওয়া হয়েছে শিক্ষক সংগঠনটির রাজ্য সভাপতি অশোক রুদ্রর বক্তব্যকেও। রীতিমতো সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাঁর। পত্রিকার আগস্ট সংখ্যাটিতে ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানদের মতো ব্যক্তিত্বের সাক্ষাৎকারও রয়েছে। অশোক রুদ্র বলেন, আমাদের উদ্যোগ কতটা ইতিবাচক ছিল, তা এই স্বীকৃতিতে প্রমাণিত হয়।