রাজ্য বিভাগে ফিরে যান

পাঁচশ টাকার জন্য ভিখারির মতো লাইনে! দিলীপের মন্তব্যে বিতর্ক

August 24, 2021 | < 1 min read

বিরোধীদের প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা মানহানিকর মন্তব্য করা — সবেতেই গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একদম ওপরের দিকেই নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বারবারই বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছেন তিনি। এবার রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচীকে বিঁধতে গিয়ে ফের বেফাঁস তিনি! বর্ধমান জেলা কার্যালয় রাঢ়বঙ্গের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে মঙ্গলবার দিলীপ (Dilip Ghosh) বলেন, ‘৫০০ টাকার জন্য সাধারণ মানুষকে ভিখারির মতো লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।’

এখানেই শেষ নয়। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে মহিলারা বিক্ষোভ দেখালে, দিলীপের পালটা প্রতিক্রিয়া, ‘বিক্ষোভ করুন, ৫০০ টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। ভিখারি নয় তো কী?’ স্বাভাবিকভাবেই এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি, এই মন্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে অপমান করেছেন দিলীপ। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘অন্যায় করেছেন দিলীপ ঘোষ। বাংলার মা-বোনেদের কথা ভেবে এই প্রকল্প। দিলীপ ঘোষ বাংলার মা -বোনেদের আক্রমণ করেছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #BJP Bengal, #Duare Sarkar

আরো দেখুন