ত্রিপুরায় ভ্যাকসিন দুর্নীতি? নীরব রাজ্যের স্বাস্থ্য দপ্তর
ভ্যাকসিন দুর্নীতিতে জর্জরিত ত্রিপুরা। জাল টিকা নিয়ে বার বার বিভিন্ন রিপোর্ট সামনে আসা সত্ত্বেও এই নিয়ে কোন মন্তব্য করেনি স্বাস্থ্য দপ্তর। জাল টিকা, ভুয়ো এসএমএস, ভুয়ো সার্টিফিকেট এসব নিয়ে বার বার প্রশ্ন তুলেছে ত্রিপুরাবাসী। চাকরির ভুয়ো তথ্যর মতোই, টিকারও ভুয়ো তথ্য প্রকাশ করেছে বিপ্লব দেবের সরকার। এমন ব্যক্তির নামেও টিকার সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা হয়তো বেঁচেও নেই।
চন্দ্রমোহন সরকার নামের এক ব্যক্তি টিকার প্রথম ডোজ নেওয়ার পরে মারা যান। কিন্তু তাঁর ছেলের কাছে কিছুদিন পর তাঁর দ্বিতীয় টিকা নেওয়ার ভৌতিক এসএমএস আসে। সে তাঁর বাবার নামে টিকা সম্পন্ন হওয়ার সার্টিফিকেটও পেয়েছেন। এই বিষয়ে তদন্তের দাবি করেছে মৃতের ছেলে।
একইভাবে রাজদীপ ঘোষ নামে আরও এক ব্যক্তি টিকা না পেয়েই টিকাকরণ সম্পন্ন হওয়ার এসএমএস পেয়েছেন। এই ব্যক্তি প্রথম ডোজের জন্যে স্লট বুক করলেও টিকাকেন্দ্রে পৌঁছতেই তাঁকে বলা হয় যে সে দেরিতে পৌঁছেছে। ফলে তাঁর টিকা নেওয়া হয়না। কিন্তু সেই ঘটনার একদিন পরেই তিনি এসএমএস পান যে টিকা পেয়ে গেছেন।
এইরকম আরও বহু ঘটনা ঘটেছে ত্রিপুরায়। কিন্তু এই দুর্নীতির বিষয়ে নিরুত্তর ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর।