রাজ্য বিভাগে ফিরে যান

এবার বীরেন্দ্রর পরবর্তী পুলিশ প্রধান কী মহিলা আইপিএস? জল্পনা

August 26, 2021 | < 1 min read

শীঘ্রই মেয়াদ ফুরোচ্ছে রাজ্যের বর্তমান ডিজিপি বীরেন্দ্রর। আর তারপর রাজ্যের পরবর্তী পুলিশ প্রধান হতে পারেন এক মহিলা আইপিএস অফিসার। হ্যাঁ, সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে রাজ্য প্রশাসনের অন্দরে। কারণ সম্ভাব্য তালিকায় যে নামগুলি রয়েছে, তার মধ্যে এক মহিলা আইপিএস অফিসারের নামও জ্বলজ্বল করছে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের আস্থাভাজন অফিসার বীরেন্দ্র চলতি মাসেই অবসর নিতে চলেছেন। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে রাজ্যের পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের একবার বীরেন্দ্রকে ডিজিপি পদে নিয়ে আসেন মমতা।

নবান্ন সূত্রে খবর, আপতত তিনটি নাম ঘিরে জল্পনা চলছে যারা রাজ্যের পরবর্তী পুলিশ প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে। পরবর্তী ডিজিপি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ১৯৮৬ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের আইপিএস ক্যাডার সুমন বালা সাহু। তালিকায় রয়েছে মনোজ মালব্যের নাম। সঙ্গে সম্ভাব্য তালিকায় রয়েছেন গঙ্গেশ্বর সিং। এমনটাই খবর নবান্ন সূত্রে।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার মামলায় খুন ও ধর্ষণ ছাড়া বাকি ঘটনাগুলির তদন্ত করতে হাইকোর্ট যে ৩ অফিসারের সিট গঠন করেছে, তাতে রয়েছেন সুমল বালা সাহু। এ বাদেও কলকাতার নগরপাল সৌমেন মিত্র ও আইপিএস রণবীর কুমার রয়েছেন সেই কমিটিতে। যদি সুমন বালা সাহুর নাম বেছে নেওয়া হয়, তবে তিনিই হবেন বাংলার প্রথম মহিলা ডিজিপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPS, #DGP Virendra

আরো দেখুন