← দেশ বিভাগে ফিরে যান
২৫ সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিতে পারে কৃষকরা
কেন্দ্রের কৃষি আইন (Farm Bill 2020) প্রত্যাহারের দাবিতে আগামী ২৫ সেপ্টেম্বর ফের ভারত বনধের(Bharat Bandh) রাস্তায় হাঁটতে পারেন আন্দোলনরত কৃষকরা (Farmers)।
বৃহস্পতিবার দিল্লির সীমানায় মোদী বিরোধী কৃষক আন্দোলনের ন’মাস পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় দু’দিনব্যাপী জাতীয় সমাবেশের আয়োজন করছেন কৃষকরা।
এ ব্যাপারে সারা ভারত কিষান সভার সাধারণ সম্পাদক তথা সংযুক্ত কিষান মোর্চার অন্যতম শীর্ষ নেতা হান্নান মোল্লা বলেন, ‘বৃহস্পতিবার কৃষকরা প্রস্তাব দিয়েছেন, মোদী বিরোধী আন্দোলন আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দেওয়া হোক। শুক্রবার কৃষক সমাবেশের শেষ দিনে সেই প্রস্তাব পাস হতে পারে। সেইমতোই তা ঘোষণা হবে।’