কলকাতা বিভাগে ফিরে যান

বর্ধমানের সীতাভোগ, মিহিদানার ছবি দিয়ে হলো বিশেষ ডাক টিকিট

August 27, 2021 | < 1 min read

সীতাভোগ আর মিহিদানা। এই দুটি লোভনীয় মিষ্টির নাম সামনে এলে অনেকেরই মনে পড়ে যায় বর্ধমানের কথা। ২০১৭ সালে জিআই স্বীকৃতি পেয়েছিল বর্ধমানের এই নামকরা দুই মিষ্টি, সিতাভোগ আর মিহিদানা। এবার সেই বর্ধমানের দুই বিখ্যাত মিষ্টিকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ। সীতাভোগ ও মিহিদানার ছাপ দেওয়া কভারের উদ্বোধন করল ভারতীয় ডাকবিভাগ। শুক্রবার একেবারে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কভারের উদ্বোধন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ রিজিয়নের পোস্ট মাস্টার জেনারেল শশী সালিনি কুজুর, বর্ধমান ডিভিশনের সিনিয়র সুপারিন্টেডেন্ট অফ পোস্ট সৈয়দ ফরজ হায়দার নবি, বর্ধমান সীতাভোগ- মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ কুমার সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ডাক বিভাগের কর্তাদের দাবি, সীতাভোগ ও মিহিদানা বর্ধমানে অত্যন্ত বিখ্যাত মিষ্টি। সেই মিষ্টিকে আরও জনপ্রিয় করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। দেশের বিভিন্ন প্রান্তেই বিখ্যাত জিনিসকে তুলে ধরার উদ্যোগ নেয় ডাক বিভাগ। এবার সীতাভোগ ও মিহিদানা সেই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। ডাক বিভাগের ১৫০ বছরের ইতিহাস রয়েছে। এবার সেই ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান মিহিদান সীতাভোগকে তাদের কভারের মধ্যে সংযুক্ত করেছে। দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় ডাক বিভাগের কভার যাঁরা ব্যবহার করেন তাঁরা এবার জানতে পারবেন বর্ধমানে এই ধরনের মিষ্টি পাওয়া যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mihidana, #Sitabhog, #Indian Post

আরো দেখুন