স্বাধীনতা সংগ্রামীদের তালিকায় সাভারকার, নেই নেহরু, কটাক্ষ বিরোধীদের
আছেন সাভারকার, কিন্তু নেই দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরু। স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্র। ওয়েবে প্রকাশিত সেই অনুষ্ঠানের পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। স্বাধীনতা সংগ্রামী ও দেশের বিশিষ্ট মানুষদের ছবির তালিকায় নেই জওহরলাল নেহরু। যা নিয়ে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। সদ্য প্রকাশিত ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ (ICHR) এর ওয়েবসাইটে দেখা গিয়েছে দেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের ছবি থাকলেও সেখানে ছবি নেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর।
কংগ্রেসের মুখপাত্র গৌরব গগৈ বলেন, ‘কোনও দেশ তাদের প্রথম প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেয় না। এটা সঙ্কীর্ণ মানসিকতার প্রকাশ ও অবিচার।’ পোস্টারে আবুল কালাম আজাদের ছবি না থাকারও সমালোচনা করেন গৌরব। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন স্বাধীনতা সংগ্রাম থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছিল আরএসএস। কং নেতা শশী থারুর বলেন, নেহরুর ছবি মুছে নিজেদের মানের অবনমন ঘটিয়েছে আইসিএইচআর। যদিও আইসিএইচআর-এর দাবি, কাউকে অপমান বা অবমাননা করা হয়নি। আগামী দিনে আরও পোস্টার প্রকাশিত হবে। সেখানে অন্য বিশিষ্টজনেদের ছবি থাকবে।
সংস্থার ডিরেক্টর এম জি উপাধ্যায় বলেন, ‘কারও ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করা হয়নি। এই ধরনের আরও অনেকগুলি পেজ প্রকাশ করা হবে।’ বর্তমান পোস্টারে ছবিতে রয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনায়ক দামোদর সাভারকর, ভগৎ সিং, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল সহ বিশিষ্টরা।
এদিকে, কেরলের কংগ্রেস বিধায়ক ভি ডি সতীশন সিপিএমের পার্টি অফিস থেকে যোশেফ স্টালিনের ছবি সরিয়ে ফেলার পরামর্শ দিলেন। তাঁর দাবি, ইউক্রেনে গণহত্যার জন্য দায়ী সোভিয়েত শাসন। অভিযোগ, স্তালিনের নির্দেশেই এই গণহত্যা চালানো হয়। সেই প্রসঙ্গ টেনেই এদিন কংগ্রেসের দাবি, এর রূপকার স্তালিন। কমিউনিস্ট দলের ইতিহাস একনায়কতন্ত্রের।