দেশ বিভাগে ফিরে যান

ব্যারিকেড ভাঙলে কৃষকদের মাথা থেঁতলে দিতে নিদান হরিয়ানার মহকুমা শাসকের

August 29, 2021 | 2 min read

‘ব্যারিকেড ভাঙলে মাথা থেঁতলে দিন।’ কৃষক বিক্ষোভ (Farmer’s Protest) সামলাতে হরিয়ানার সরকারি আধিকারিকের এহেন দাওয়াই ঘিরে তোলপাড় নেটদুনিয়া। শনিবার কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হরিয়ানার (Haryana) কার্নাল জেলা। পুলিশের লাঠির ঘায়ে রক্তাক্ত হয়েছেন কৃষকরা। এর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সরকারি আধিকারিকের এই ভিডিও।

কে এই সরকারি আধিকারিক? কী বলেছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, একদল পুলিশ কর্মীকে নির্দেশ দিচ্ছেন হরিয়ানার কার্নালের মহকুমা শাসক (Karnal’s SDO) আয়ুশ সিনহা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়,”একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি। যাঁরা ব্যারিকেডকে ভেঙে এগোনোর চেষ্টা করবেন, তিনি যে-ই হন না কেন, যেখানকারই হন না কেন, কোনও ভাবেই তাঁদের ছাড় দেওয়া যাবে না” এর পরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “নির্দেশের জন্য অপেক্ষার দরকার নেই। পরিস্থিতি তৈরি হলে কৃষকদের লাঠিই হাতে লাঠি তুলে নেবেন। সোজা মাথায় আঘাত করবেন। কোনও আন্দোলনকারী যদি নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেরিয়েও আসেন, আমি যেন দেখি তাঁর মাথা রক্তাক্ত।”

এর পরই মহকুমা শাসক পুলিশ কর্মীদের প্রশ্ন করেন এই নির্দেশ পালন নিয়ে কি কারোর কোনও সন্দেহ রয়েছে। জবাবে পুলিশ কর্মীরা জানান, ‘নো স্যর’। এর পরই কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কার্নাল। আন্দোলনকারীদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রক্তাক্ত চাষিদের ছবি। এদিকে বেজেপিশাসিত রাজ্যের (BJP ruled state) মহকুমা শাসকের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। তাঁদের কথায়, রাজ্যের শাসকদলের প্রকৃত মনোভাব সরকারি আধিকারিকের কথায় ফুটে উঠেছে। এমনকী, সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধীও।

যদিও বরুণ গান্ধী (BJP MP Varun Gandhi) ভিডিও-র সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টুইটারে ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, “মনে হয় ভিডিওটি এডিট করে ভাইরাল করা হয়েছে। যদি সত্যিই এমন হয়ে থাকে, তা হলে ভারতের মতো গণতান্ত্রিক দেশে নাগরিকদের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়।” যদিও এই ভিডিও-র সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Haryana, #Farmers Protest

আরো দেখুন