সুস্মিতা-ম্যাজিক শুরু আসাম, শিলচরে তৃণমূলে যোগদানের হিড়িক

এখন তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস কংগ্রেস থেকে আসা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব।

August 29, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বাংলার পর এবার তৃণমূলের টার্গেট ত্রিপুরা ও আসাম। বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ২০২৩ সালে। তবে ত্রিপুরা  ও অসমে জয়ের লক্ষ্যে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির। তবে শুধু ত্রিপুরা , আসাম নয়। উত্তর-পূর্বের বাকি সাত রাজ্যেও সমানভাবে ভিত মজবুত করতে চাইছে এ রাজ্যের শাসক দল। আর সেই কাজে তৃণমূলের তুরুপের তাস হতে চলেছেন সদ্য দলে আসা কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব।

রবিবার আসামের শিলচড়ে পৌঁছে গিয়েছেন সুস্মিতা। সেখানে তৃণমূলে যোগদানের প্রক্রিয়াও চলছে। সুস্মিতার ডাকে সেখানে বিপুল সাড়াও মিলেছে। ঘাসফুল শিবিরে নাম লেখাতে রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে সেখানে।

উত্তর-পূর্বে জমি তৈরি করতে বাঙালি ভোটকেই টার্গেট করছে তৃণমূল। আর সেখানে কাজে লাগানো হচ্ছে বাঙালি মুখ সুস্মিতাকে। সম্প্রতি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘ বিজেপি শাসিত রাজ্যে আমাদের ফুটবল খেলতে দিল না, কিন্তু আসল খেলা হলে দিশেহারা হয়ে যাবে। উত্তর পূর্বে চমক দেখতে পাবেন সকলে।’

ত্রিপুরায় তৃণমূলের মুখ করা হোক সদ্য কংগ্রেস থেকে আসা সুস্মিতা দেবকে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই আবেদন জানিয়েছে সে রাজ্যের তৃণমূল নেতৃত্ব। আসলে সুস্মিতা উত্তর পূর্বাঞ্চলের পরিচিত মুখ। সর্বভারতীয় ক্ষেত্রেও জনপ্রিয় রাজনীতিক তিনি। কংগ্রেস শিবিরে রাহুল গান্ধির ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম হিসেবেই নাম ছিল তাঁর। অসমেও তাঁর প্রবল জনপ্রিয়তা।

দীর্ঘদিন মহিলা কংগ্রেস সভাপতির পদও সামলেছেন তিনি। এ হেন প্রোফাইলের সুস্মিতা দেবের উপরই তাই ভরসা করছে তৃণমূল। তিনি দলে যোগ দেওয়ার পরপরই অসমে কংগ্রেস ছাড়ার হিড়িক লেগেছে। সেই খেল দেখাচ্ছেন তিনি।

প্রাক্তন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী সন্তোষ মোহন দেবের ব্যাপক জনপ্রিয়তা ছিল ত্রিপুরা ও আসামে। তাঁরই কন্যা সুস্মিতা। কংগ্রেস শিবিরের রাজীব গান্ধির ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম ভরসার মুখ ছিলেন সন্তোষ মোহন দেব। ফলে তাঁর কন্যাকে নিয়ে গোটা উত্তর-পূর্বেই উৎসাহ রয়েছে। সেই কারণেই সুস্মিতাকে ত্রিপুরার মুখ করে এগোতে চায় সে রাজ্যের তৃণমূল নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen