হরিয়ানায় কৃষকদের ওপর লাঠিচার্জ, মোদীকে আক্রমণ জহর সরকারের

শনিবার হরিয়ানা পুলিশ কর্ণালের ঘরাউন্ডা টোল প্লাজায় বিক্ষোভরত কৃষকদের বেধড়ক মারধর করে

August 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। হরিয়ানায় কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও শেয়ার করে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার লিখেছেন, ‘মোদী মন কি বাতে মিষ্টি মিষ্টি কথা বলেন, আর তাঁর পুলিশ নির্দয়ভাবে হরিয়ানার কর্ণালে কৃষকদের উপর হামলা করে!’

শনিবার হরিয়ানা পুলিশ কর্ণালের ঘরাউন্ডা টোল প্লাজায় বিক্ষোভরত কৃষকদের বেধড়ক মারধর করে। রক্তাক্ত কৃষকদের ছবি-ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কৃষক সংগঠনগুলির অভিযোগ, কর্ণালে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন কৃষকরা। তা সত্ত্বেও তাঁদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। একশোর বেশি কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানার প্রধান গুরনাম সিং চধুনি কৃষকদের কাছে আবেদন করে বলেন, “যতক্ষণ পর্যন্ত গ্রেফতার হওয়া কৃষকদের হরিয়ানা পুলিশ মুক্তি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যান।”

এদিন কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লেখেন, “আরও একবার কৃষকদের রক্ত ঝরল। লজ্জায় ভারতের মাথা হেঁট হয়ে যাচ্ছে।” জানা গিয়েছে, শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর তাঁর নিজের নির্বাচনী এলাকা কর্ণালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কৃষকরা তাঁর সফরের প্রতিবাদ করতেই ওই এলাকায় জমায়েত করেছিলেন। তখনই তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen