রাজ্য বিভাগে ফিরে যান

তথ্য-প্রযুক্তি নির্ভর শিল্প বাড়াতে উদ্যোগী রাজ্য, জানালেন মন্ত্রী

August 30, 2021 | < 1 min read

ছবি সৌজন্যে: ITChronicles

তথ্য-প্রযুক্তি শিল্পে জোর দিতে আগেই কোমর বেঁধেছিল রাজ্য। এবার তাদের পাখির তথ্য-প্রযুক্তির বিভিন্ন নতুন দিক। সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে বিগ ডেটা অ্যানালিসিস, অ্যানিমেশন অ্যান্ড গেমিং, সাইবার সিকিউরিটি, ড্রোন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং প্রভৃতিকে। এমনই দাবি করলেন রাজ্যের শিল্প ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মন্ত্রীর কথায়, তথ্য-প্রযুক্তি শিল্পে দেশের মাটিতে নজির গড়তে রাজ্য কোনও কিছুই বাদ রাখবে না। সবদিক থেকেই তারা চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটের সিলিকন ভ্যালিতে দু’দফায় ২০০ একর জমি বরাদ্দ করেছেন। সেখানে লগ্নিকারীদের মধ্যে যথেষ্ট ভালো সাড়া পাওয়া গিয়েছে। শিল্প গড়ার ক্ষেত্রে আগে যেখানে প্রশাসনিক জট থাকত, তা এখন থেকে আর থাকবে না বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

শিল্পের দ্রুততার জন্য রাজ্য সরকার যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড তৈরি করেছে, তার মাথায় আছেন মুখ্যমন্ত্রী নিজেই। এই ১৬ সদস্যের বোর্ড অত্যন্ত দক্ষভাবে কাজ করছে। যদি এ-রাজ্যে কোনও লগ্নিকারীর কোনও প্রকল্প গড়তে সরকারি ঢিলেমির অভিজ্ঞতা থাকে, তাহলে তা ভবিষ্যতে আর থাকবে না বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #partha chatterjee, #Information And Technology, #IT sector

আরো দেখুন