দেশ বিভাগে ফিরে যান

তৃণমূল নেতা–কর্মীদের উপর হামলা! ত্রিপুরায় বিজেপিকে তুলোধনা করলেন সুজাতা মণ্ডল

August 30, 2021 | < 1 min read

ফের ত্রিপুরায় পা রাখল তৃণমূল কংগ্রেস। বিপ্লব দেবের রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নেত্রী সুজাতা মণ্ডল। এবার ত্রিপুরায় পৌঁছে বিজেপিকে তুলোধনা করলেন তিনি। আগরতলায় দাঁড়িয়ে সুজাতা সাংবাদিকদের বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি সরকারকে উৎখাত করা। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু তাতে আমরা ভয় পাব না। আমরা সাংগঠনিক দিক থেকে তৈরি হয়ে গিয়েছি। জয় বাংলার মতো এখানেও স্লোগান উঠবে ‘জয় ত্রিপুরা’। ২০২৩ সালে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে ত্রিপুরায়।’‌

ইতিমধ্যেই ত্রিপুরা বিজেপিতে বিদ্রোহ দেখা দিয়েছে। বিধায়ক থেকে শীর্ষ নেতারা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে চরম হুঁশিয়ারি দিয়েছে। একদিন আগেই সুস্মিতা দেবের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে ব্যাপক যোগদান হয়েছে। তাতে বেড়েছে বিপুল সদস্য সংখ্যাও। এখান থেকেই বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস মহিলা ভোটকে লক্ষ্য করে সুজাতা, জয়া, সুস্মিতাদের মতো মুখকেই সামনে এগিয়ে দিচ্ছে।

ত্রিপুরায় কয়েকদিন আগেই আক্রান্ত হয়েছিলেন জয়া দত্ত–সহ যুবনেতা–নেত্রীরা। আবারও আগরতলায় পা রাখলেন জয়া দত্ত। সেখান থেকে বিপ্লব দেবের সরকারকে তোপ দেগে বলেন, ‘ত্রিপুরায় বারবার আসা যাওয়া চলতে থাকবে আমাদের। কেউ আটকাতে পারবে না। ওঁরা আবার মামলা করবে। কিন্তু তাতে কিছু যায় আসে না। যতই অত্যাচার করুক, ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না।’ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ত্রিপুরায় পা রাখবেন সেদিন ভূমিকম্প হবে।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura

আরো দেখুন