নিম্নমুখী সংক্রমণের হার, স্বস্তি বাংলায়
সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। বাড়ল মৃত্যুও। তবে স্বস্তি দিয়ে কমেছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেট। তৃতীয় ঢেউ সংক্রমণের আশঙ্কার মাঝেই এই হার নিম্নমুখী হওয়ার স্বস্তির শ্বাস ফেলছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। তবে উত্তরে দার্জিলিংয়ের সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে।
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন বাংলার ৫৪৬ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। তবে বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি ১৩ জন। তবে সামান্য কমেছে দৈনিক সুস্থতা। একদিনে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন বাংলার ৬৪০ জন।
সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা (৯২)। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৯)। চিন্তা বাড়িয়ে তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং (৫০)। সবমিলিয়ে এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৪৮ হাজার ৬০৪ জন। দৈনিক সংক্রমিতের সংখ্যা বাড়লেও কমেছে পজিটিভিটি রেট (Positivity Rate) বা সংক্রমণের হার। এদিন রাজ্যের সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৬৫ শতাংশ। দেশে যখন চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ, ঠিক তখনই রাজ্যে সংক্রমণের হার কমতে থাকায় স্বস্তি পেয়েছে স্বাস্থ্যদপ্তর।
এদিকে রাজ্যে বাড়ছে করোনামুক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডমুক্ত হয়েছেন ৬৪০ জন। সবমিলিয়ে রাজ্যে কোভিডমুক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ২১ হাজার ৩৪২ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২৪ শতাংশ।
তবে সোমবারের তুলনায় এদিন করোনায় মৃত্যু বেড়েছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা মৃত্যু হয়েছে ১৩ জনের। তাঁদের মধ্যে ৪ জন উত্তর ২৪ পরগনা, ৩ জন কলকাতা ও নদিয়া এবং বাকিরা জলপাইগুড়ি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়া দাঁড়াল ১৮ হাজার ৪৪৭ জন।