দেশ বিভাগে ফিরে যান

ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ তিন মহিলার

September 1, 2021 | < 1 min read

সুপ্রিম কোর্টে রেকর্ড। নজির তৈরি করে একসঙ্গে শপথ নিলেন তিন মহিলা সহ ন’জন বিচারপতি। এর ফলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩। বর্তমান নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টে সর্বোচ্চ ৩৪ জন বিচারপতি থাকতে পারেন। সুপ্রিম কোর্টের নতুন বিচারপতিদের মঙ্গলবার শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এন ভি রামনা। সাধারণত প্রধান বিচারপতির কোর্ট রুমে বিচারপতিরা শপথগ্রহণ করেন। কিন্তু, এদিন আদালত সংযোজিত প্রেক্ষাগৃহে তাঁরা শপথ নেন। শপথগ্রহণের পর নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। তিনজন মহিলা বিচারপতির শপথগ্রহণকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়ে ট্যুইটারে তিনি লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের নবনিযুক্ত ৯ বিচারপতিকে আন্তরিক অভিনন্দন। তিনজন মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেওয়া লিঙ্গ প্রতিনিধিত্বের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা।’


নতুন বিচারপতিদের মধ্যে রয়েছেন, অভয় শ্রীনিবাস ওকা (কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি), বিক্রম নাথ (গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি), জিতেন্দ্রকুমার মাহেশ্বরী (সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি), সি টি রবিকুমার (কেরল হাইকোর্টের বিচারপতি), এম এম সুন্দরেশ (মাদ্রাজ হাইকোর্টের  বিচারপতি)। নয়া তিন মহিলা বিচারপতি হলেন বি ভি নাগরত্না (কর্ণাটক হাইকোর্টের বিচারপতি), হিমা কোহলি (তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি) এবং বেলা এম ত্রিবেদী (গুজরাত হাইকোর্টের বিচারপতি)। এই তিন মহিলার শপথগ্রহণের আগে বর্তমান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সহ মাত্র আটজন মহিলা বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিযুক্ত করা হয়েছে।

বিচারপতি নাগরত্না সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ই এস বেঙ্কটরামিয়ার মেয়ে। ২০২৭ সালের সেপ্টেম্বরে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেব শপথ নিতে পারেন তিনি। এছাড়াও এদিন বিচারপতি পদে শপথ নিয়েছেন পি এস নরসিমা। এর আগে তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে ছিলেন। নাগরত্নার পরে প্রধান বিচারপতি হওয়ার লাইনে রয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Supreme Court of India, #CJI

আরো দেখুন