রাজ্য বিভাগে ফিরে যান

গত দেড় বছরে বাংলায় স্বনির্ভর হয়েছেন ৮ লক্ষ মহিলা

September 3, 2021 | 2 min read

করোনার দাপটে অর্থনীতির বেহাল দশা। কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে স্বাস্থ্য খাতে। তা সত্ত্বেও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য থেকে সরেনি রাজ্য সরকার। দেওয়া হয়েছে বিপুল অনুদান। গত দেড় বছরে মোট ১২৪ কোটি টাকা। সেটাও শুধু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রাথমিক স্তরে জীবিকা শুরু করার জন্য। রাজ্যের ৮১ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী পেয়েছে সেই অনুদান, যার পোশাকি নাম ‘রিভলভিং ফান্ড’। উপকৃত হয়েছেন অন্তত ৮ লক্ষ মহিলা। পরিসংখ্যান অনুযায়ী এক্ষেত্রেও রাজ্যের মধ্যে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা।


ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে এমন গোষ্ঠীর সংখ্যা বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নতুন স্বনির্ভর গোষ্ঠী বা দল গঠনের পর তিন মাসের মেয়াদ শেষে তাদের কাজকর্ম মূল্যায়ন করা হয়। দেখা হয় মূলত পাঁচটি বিষয়। তার ভিত্তিতে নম্বর দেয় সংশ্লিষ্ট দপ্তর। যোগ্যতামান অর্জন করলে সরকারি কোষাগার সেই সব স্বনির্ভর গোষ্ঠীকে ১৫ হাজার টাকা করে অনুদান দেয় রাজ্য। সেখান থেকে ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন গোষ্ঠীর মহিলারা। একেই বলা হয় ‘রিভলভিং ফান্ড’। কেউ হাঁস, মুরগি কিনে প্রতিপালন করেন, কেউ আবার নিজেদের ব্যবসায় লাগান সেই টাকা। ব্লকভিত্তিক ভালো কাজ করা স্বনির্ভর গোষ্ঠীর তালিকা প্রথমে পাঠানো হয় জেলায়। সেখান থেকে সব কিছু যাচাইয়ের পর অর্থ বরাদ্দের জন্য সেটি যায় নবান্নে। গত দেড় বছরের পরিসংখ্যান অনুযায়ী, অনুদান মেলার তালিকায় সবথেকে বেশি স্বনির্ভর গোষ্ঠী দক্ষিণ ২৪ পরগনার।

২০২০ থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এই জেলায় ১১ হাজার ২৫৭ দলকে প্রায় ১৭ কোটি টাকা দেওয়া হয়েছে। এই রিভলভিং ফান্ডের টাকা খরচ এবং ঋণ শোধের উপর পরবর্তীকালে ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হওয়ার সম্পর্ক আছে। ঠিক মতো টাকা শোধ করলে আবার ঋণ পেতে সমস্যা হয় না বলে জানিয়েছেন জেলা আধিকারিকরা। ২০২০-২১ অর্থবর্ষে সব মিলিয়ে এমন ৫৩ হাজার ৫৩০টি গোষ্ঠীকে ৮০ কোটির বেশি টাকা দেওয়া হয়েছিল। চলতি আর্থিক বছরের জুলাই মাস পর্যন্ত ২৭ হাজার ৯৪৭টি স্বনির্ভর গোষ্ঠী পেয়েছে প্রায় ৪৪ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal

আরো দেখুন