রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় মার্কিন লগ্নির আহ্বান মমতার, যেতে পারেন আমেরিকাতে

September 4, 2021 | < 1 min read

রাজ্যে মার্কিন সংস্থার বিনিয়োগ আরও বেশি পরিমাণে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্থার কর্তাদের সেই বার্তাই দিলেন তিনি। শুক্রবার আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা  একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে এরাজ্যে বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়। তাতে অংশ নেন সে-দেশের শিল্পকর্তারা। সেখানে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী। তাতেই তিনি বিনিয়োগের বার্তা দেন। অন্যদিকে বাংলার জন্য লগ্নির বার্তা দিতে আমেরিকায় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করেন চেম্বারের প্রতিনিধিরা। 


এরাজ্যে ইতিমধ্যেই বিনিয়োগ করেছে বেশি কিছু মার্কিন সংস্থা। সেই তালিকায় আছে তথ্য-প্রযুক্তি সংস্থাও। কগনিজেন্ট এখানে ২০ হাজার কর্মী নিয়ে সংস্থা চালাচ্ছে। পেপসিকো এখানে যেভাবে ব্যবসা করছে, তার বার্ষিক বৃদ্ধির হার ২০ শতাংশ। ১৮ হাজার মানুষের কর্মসংস্থান করেছে তারা। অ্যামাজনের মতো সংস্থা এখানে সাতটি লজিস্টিকস সেন্টার গড়ে তুলেছে। তাদের ব্যবসায় যোগ দিয়েছে রাজ্যের ৩২ হাজার ছোট ব্যবসায়ী। এছাড়াও আইবিঅএম, সিসকো, জেনপ্যাক্ট-এর মতো নামজাদা সংস্থা বাংলায় লগ্নি করেছে। এই সংখ্যা ও বহর যাতে আরও বাড়ে, তার জন্য সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে।


এদিন আমেরিকান চেম্বার অব কমার্সের সভায় অংশ নেন শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমাদের প্রাথমিক দায়িত্ব রাজ্যে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। তাই এখানে শিল্পগড়ার কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্প আসার জন্য যে-পরিবেশের দরকার, তা গড়েছে রাজ্য। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো, পরিবহণ ব্যবস্থা এমনভাবে গড়া হয়েছে, যা শিল্পমহলকে সাহায্য করবে। পার্থবাবুর কথায়, বাংলায় শিল্পগড়ার এটাই সঠিক সময়।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #investment

আরো দেখুন