দেহরক্ষী মৃত্যু মামলায় শুভেন্দুকে তলব ভবানী ভবনে

তবে একটি সূত্রের দাবি, সম্ভবত সিআইডির তলবে হাজিরা দেবেন না শুভেন্দু।

September 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেহরক্ষীর খুনের মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করল সিআইডি (CID)। রাজ্য পুলিশ সূত্রের খবর, সোমবার তাঁকে ভবানী ভবনে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে।

২০১৮ সালে তৎকালীন তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই ঘটনায় সম্প্রতি খুনের অভিযোগ দায়ের করেন শুভব্রতের স্ত্রী। সেই ঘটনারই তদন্ত শুরু করেছে সিআইডি। সোমবার তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে বলে সূত্রের খবর।

তবে একটি সূত্রের দাবি, সম্ভবত সিআইডির তলবে হাজিরা দেবেন না শুভেন্দু। পূর্বনির্ধারিত একটি বৈঠকের কারণে তিনি দিল্লিতে থাকবেন। শুভেন্দুর হয়ে তাঁর আইনজীবী সিআইডিকে চিঠি পাঠিয়ে জবাব দিতে পারেন।

তলবের বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “বিরোধী দলকে মিথ্যা মামলায় ফাঁসানো তৃণমূল সরকারের অভ্যাস। এই ঘটনা তারই আর একটা নজির।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen