কলকাতা বিভাগে ফিরে যান

শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা 

May 8, 2020 | < 1 min read

লকডাউনের প্রভাব পড়েছে পরিবেশেও। যান চলাচলের সংখ্যা কমছে। বন্ধ বড় বড় কলকারখানা। ক্রমেই কমছে দূষণের মাত্রা। বৈশাখেও শীত শীত ভাব নেমে এসছে। ঘন কুয়াশার চাদরেও মুড়েছে সমতলের শিলিগুড়ি। মাঝে কয়েক দিন শিলিগুড়ি ও লাগোয়া এলাকার আকাশ ছিল মেঘে ঢাকা। বিকেল হলেই কালবৈশাখের দাপট, ঝড়, বৃষ্টি। 

লকডাউনের দেড় মাসে এর আগে দু’বার সমতল থেকে দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। আজ ফের সকালে শিলিগুড়িতে রোদ ঝলমলে আবহাওয়া। আর তার জেরেই শিলিগুড়ি থেকে স্পষ্ট দেখা গেল অপরূপা সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে। হাতছানি দিয়ে যেন ডাকছে একেবারে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।

শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা

সমতল থেকে সাধারণত কার্তিক মাস অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেখা যায় এত স্পষ্ট কাঞ্চনজঙ্ঘাকে। কিন্তু মে মাসে? শেষ কবে দেখেছিল শিলিগুড়ি? মনে পড়ে? প্রবীণ বাসিন্দাদের দাবি, ৭০-এর দশকে এই ধরনের আবহাওয়া অনুভূত হত শিলিগুড়িতে। ৮০-র দশকের মাঝামাঝি পর্যন্ত ছিল এমনই আবহাওয়া। সেই সময়ে শিলিগুড়ি শহর লাগোয়া একাধীক এলাকা ছিল জঙ্গল ঘেঁষা। ধীরে ধীরে জঙ্গল কেটে গড়ে ওঠে জনবসতি।

সেইসব এখন অতীত। এখন চারপাশ শুধুই কংক্রিট। স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়ে শহরের আবহাওয়াতেও। করোনা মোকাবিলায় লকডাউন চলছে। দোকানপাট বন্ধ।চলছে না গাড়ি। নেই কালো ধোঁয়া। একেবারে সবুজে মোড়া আবহাওয়া। আর তাই গ্রীষ্মকালেও সমতলে সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা ফিরে এসছে স্বমহিমায়।

শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকেই আজ স্পষ্ট দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘাকে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown, #siliguri, #kangchenjunga

আরো দেখুন