অস্তিত্ব রক্ষা করতে আমাদের হাত ধরুন, ত্রিপুরায় সিপিএমকে বার্তা তৃণমূলের
বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার আসার পর সিপিএম (CPIM) পার্টি অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়নি। ভাঙা হয়নি লেনিনের মূর্তি। কিন্তু ত্রিপুরায় (Tripura) বিপ্লব দেব (Biplab Deb) ক্ষমতায় আসার পর তা ঘটেছে। এই বিষয় তুলে ধরে ত্রিপুরা সিপিএমকে বার্তা দিল তৃণমূল। আবেদন করা হয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত শক্ত করুন এবং সমর্থন জানান সিপিএম নেতা-কর্মীরা।
তৃণমূলের উপর লাগাতার হামলা চলছেই। সোমবার দেখা গিয়েছে, সিপিএমের কর্মসূচির উপর হামলা ও একাধিক জায়গায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যে কর্মসূচিতে হাজির ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সবক্ষেত্রেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার ত্রিপুরা সিপিএমের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ধনপুর বিধানসভা এলাকার কাঁঠালিয়া অঞ্চল অফিসে অগ্নিসংযোগ এবং সোনামুড়া মহকুমা কমিটির সদস্য সুভাষ দেবের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। সিপিএমের আরও অভিযোগ, কাঁঠালিয়া ব্লকের যুব নেতা কৌশিক চন্দের বাড়িতে হামলা ও বোমা ছোড়া হয়েছে। এদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন সুভাষ দেবকে দেখতে যান মানিক সরকার। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষে হরিপদ দাস এক বিবৃতিতে জানিয়েছেন, নিজেদের রাজনৈতিক পরাজয় ঢাকার চেষ্টায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। পার্টি কর্মী সুভাষ দেবের উপর আক্রমণ হয়েছে। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
সিপিএমের উপর হামলার কড়া নিন্দা করেছে তৃণমূল। দলীয় নেতৃত্ব জানিয়েছেন, তাঁদের উপরও লাগাতার হামলা চলছে। এই অবস্থায় সিপিএমের উদ্দেশ্যে বার্তা ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগরতলায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কলকাতায় গিয়ে মানিক সরকার বলে এসেছেন, তৃণমূল সরকারে আসার পর পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়নি। কিন্তু তা হয়েছে ত্রিপুরায়। সিপিএমের কাছে আবেদন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন। কারণ সিপিএম খুব ভালোভাবে জানেন, ত্রিপুরায় তাদের সাংগঠনিক অবস্থা কেমন!
সম্প্রতি তৃণমূল নেতাদের গ্রেপ্তারের হুমকি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আগরতলায় দাঁড়িয়ে যার উত্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য বলেন, বিপ্লববাবুর নামের পাশে দেব আছে বলে উনি দেবাদিদেব, মহাদেব হয়ে যাননি। এদিন ত্রিপুরার গোমতী ও অমরপুরে এক যোগদান পর্ব হয়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষজন তৃণমূলে যোগ দিয়েছেন। গোমতীতে দলীয় কর্মী বিশ্বজিৎ দেবের বাড়িতে মধ্যহ্ন ভোজ সেরেছেন সুস্মিতা। সুস্মিতা বলেছেন, ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছেন। আর তৃণমূলের সংগঠন প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। একইসুরে চন্দ্রিমা বলেছেন, বিজেপির অরাজকতা থেকে মুক্তি পেতে ত্রিপুরাবাসী পরিবর্তন চাইছেন।