সন্দেহভাজন রোগী খুঁজতে বিশেষ অভিযান পুরসভার
করোনার উপসর্গ নিয়েই মানিকতলা এলাকার বছর ছাপান্নর প্রৌঢ় পাড়ার মধ্যে ঘুরে বেরিয়েছেন। তাঁর থেকে সংক্রমিত হয়েছেন আরও দু’জন। উল্টোডাঙা এলাকাতেও ৬৫ বছরের এক বৃদ্ধা জর ও শ্বাসকষ্ট নিয়ে গত সপ্তাহে চলে যান মেয়ের বাড়ি। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রিপোর্ট আসতে জানা গেল, তিনি করোনায় আক্রান্ত।
শহরের উত্তর থেকে দক্ষিণে এমন অনেক নাগরিকেরই সন্ধান পুরসভা পেয়েছে, যাঁরা আক্রান্ত হওয়ার পর নিয়ম মেনে ঘরে থাকেননি। যার ফলে এক জনের থেকে অনেকে সংক্রমিত হয়েছেন। এই ধরনের ঘটনা রুখতে এ বার বরো অফিস থেকেই পরিস্থিতি মোকাবিলা শুরু করছে কলকাতা পুরসভা। করোনা সংক্রমণ ঠেকাতে বরো থেকেই যাবতীয় কাজের তদারকি করা হবে। করোনায় কেউ আক্রান্ত হয়েছেন কি না জানতে স্পর্শকাতর এলাকায় সোয়াব টেস্ট বুধবার থেকেই শুরু করেছে পুরসভা। ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, প্রধান কার্যালয় নয়, বরো অফিস থেকেই করোনা মোকাবিলায় পদক্ষেপ করা হবে।
মানিকতলা এলাকার কাউন্সিলর অমল চক্রবর্তীর কথায়, ‘আমার ওয়ার্ডে এমন দু’জনকে পেয়েছি, যাঁরা আক্রান্ত হওয়ার পর তা গোপন করেছেন।’ স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছেন, কলকাতায় এখনও পর্যন্ত ৭০০ জনের বেশি নাগরিক করোনায় আক্রান্ত। ৮০ শতাংশই ১ থেকে ১০ নম্বর বরোর বাসিন্দা। ওই সব বরোয় যে সব স্পর্শকাতর জোন রয়েছে, সেখানে ৫ জন করে স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো হবে। মূলত বাড়ি-বাড়ি ঘুরে নাগরিকদের ঘরে থাকার আর্জি জানানোর পাশাপাশি তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, এলাকায় জীবাণুনাশক ঠিকমতো স্প্রে করা হচ্ছে কি না, সে দিকেও এই কর্মীরা খেয়াল রাখবেন। যদি কেউ জ্বর বা শ্বাসকষ্টে ভোগেন, তা হলে বিশেষ গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হবে। রিপোর্টে করোনা-পজিটিভ পেলেই তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা হবে।
বর্তমানে কলকাতা পুরসভায় অস্থায়ী স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৬৫০। এঁদের প্রত্যেকে শনিবার থেকে কাজে নেমে পড়বেন বলে খবর। বরো অফিসের দায়িত্বে থাকবেন এক জন করে নোডাল অফিসার। তাঁদের নির্দেশেই কাজ করবেন এই স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে প্রায় ৫০০ জনের সোয়াব টেস্ট করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। মূলত স্পর্শকাতর এলাকার নাগরিকদেরই পরীক্ষা করা হচ্ছে। পুর-আধিকারিকদের বক্তব্য, এই পরিকল্পনার মধ্যে দিয়ে নাগরিকদের করোনা আক্রান্ত হওয়ার খবর দ্রুত জানা যাবে।