কলকাতা বিভাগে ফিরে যান

ভবানীপুরে মমতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানোর ডাক দিলেন এই বাম নেতা

September 8, 2021 | < 1 min read

মাস শেষেই ভবানীপুরে উপনির্বাচন। বুধবার থেকে ভোটপ্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে তাঁর প্রথম কর্মিসভার মঞ্চে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। মঞ্চে হাজির হলেন স্থানীয় প্রাক্তন বাম নেতা বাদল দাশগুপ্ত। শুধু হাজির হলেন তা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার ডাক দিলেন তিনি। 

এর পরই রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে মাইকের কাছে নিয়ে যান। এর পরই তৃণমূল নেত্রীর নামে জয়ধ্বনি করেন তিনি। বলেন, “আমি একজন প্রবীণ মানুষ। আমার বয়স ৮৪ বছর। আমার একটাই অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।” তিনি আরও বলেন, “উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন ওঁকে লড়াই করতে হবে? ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।”

এ প্রসঙ্গে বলে রাখা ভাল বাদল চট্টোপাধ্যায় এলাকায় পরিচিত বামনেতা। তাঁর পরিবারের সদস্যরাও বাম সমর্থক হিসেবে পরিচিত। তবে দল ছেড়েছেন তিনি। উপনির্বাচনের আগে সেই অশীতিপর বামনেতার গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান তাৎপর্যপূর্ণ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhabanipur, #By Poll

আরো দেখুন