বিয়ের পরও থাকবে সম্পর্কের উত্তাপ? উত্তর আপনার হাতেই

আমাদের হাতের রেখা আমাদের সম্পর্কে অনেক কিছুই বলে দেয়। হাতের রেখা দেখে একজন উচ্চমানের হস্তরেখাবিদ আপনার সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশ করতে পারেন। এমনকি বিবাহিত জীবন কেমন হবে, তা বিয়ের অনেক আগে থেকেই হাতের রেখায় ধরা থাকে। ঠিকমতো হস্তরেখা বিচার করে বিয়ে করলে ভবিষ্যত্‍ সুখের হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

May 9, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

আমাদের হাতের রেখা আমাদের সম্পর্কে অনেক কিছুই বলে দেয়। হাতের রেখা দেখে একজন উচ্চমানের হস্তরেখাবিদ আপনার সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশ করতে পারেন। এমনকি বিবাহিত জীবন কেমন হবে, তা বিয়ের অনেক আগে থেকেই হাতের রেখায় ধরা থাকে। ঠিকমতো হস্তরেখা বিচার করে বিয়ে করলে ভবিষ্যত্‍ সুখের হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

হাতের রেখা দেখে কী করে বুঝবেন বিবাহিত জীবন কেমন কাটবে?

মাউন্ট অফ মার্কারি থেকে ম্যারেজ লাইন সোজা ও মোটা ভাবে বেরোলে বিবাহিত জীবন ভাল কাটবে বলে মনে করা হয়। এই লাইনে কোনওরকম কাটাকুটি না থাকাই মঙ্গল। 

বিয়ের রেখা যখন হৃদয় রেখার কাছাকাছি এসে যায়, তাহলে বুঝতে হবে বিয়ের ফুল ফুটতে আর দেরি নেই।

বিয়ের রেখা যদি নিচের দিকে বাঁক নেয়, তাহলে বুঝতে হবে আপনার সঙ্গীর মৃত্যু আপনার আগে হবে।

বিয়ের রেখা ওপর দিকে বেঁকে উঠলে ওই ব্যক্তির বরাবর অবিবাহিত থাকার সম্ভাবনা বেশী।

যদি বিয়ের রেখা থেকে সরু সুতোর মতো আর একটি রেখা হৃদয় রেখার দিকে এগিয়ে যায়, তাহলে অসুস্থতার কারণে বিবাহিত জীবনে অশান্তি হতে পারে।

যদি বিয়ের রেখার নিচের দিকে কাটাকুটি থাকে, তাহলে আপনার সঙ্গীর দুর্ঘটনা বা অন্য কোনও কারণে হঠাত্‍ মৃত্যু হতে পারে।

যদি বিয়ের রেখার ওপরে অন্য রেখা মিশে একটি তিনকোণা ক্ষেত্র তৈরি হয়, তাহলে বিবাহিত জীবন মোটেও সুখের হবে না। এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। যদি এরকম একাধিক ত্রিকোণ ক্ষেত্র থাকে, তাহলে সেই ব্যক্তিকে বিয়ে না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ বিয়ে তাঁর জীবনে এত সমস্যা ডেকে আনতে পারে, যা থেকে বেরিয়ে আসা মুশকিল হয়ে যাবে।

যদি বিয়ের রেখা মাঝপথে ভেঙে দু-ভাগ হয়ে যায়, তাহলে ডিভোর্সের সম্ভাবনা প্রবল থাকে।

যদি বিয়ের রেখার সমান্তরাল আরও একটি রেখা হাতে থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত প্রবল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen