বিজেপির লাগাতার কুৎসা সত্ত্বেও সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জেএনইউ, জামিয়া মিলিয়া, টুইট জহরের
বিজেপির লাগাতার কুৎসা ও আক্রমণ সত্ত্বেও ২০২১ এনআইআরএফ ( National Institutional Ranking Framework ) এর তালিকায় ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থানে রয়ে গেল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (jawaharlal university)। আর ষষ্ঠ স্থানে উঠে এলো জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় (jamia milia university) । তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar, mp rajyasabha) বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশের পরে টুইট করে বলেছেন বিজেপি বছরভর জেএনইউ এবং জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় , এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে লাগাতার আক্রমণ করে গিয়েছে।
কুৎসা করে গিয়েছে এই প্রতিষ্ঠান দুটির শিক্ষক এবং শিক্ষার্থীদের নামে। তার পরেও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনআইআরএফ উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ শীর্ষ বাছাই তালিকা রাখল এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম। জহর সরকার তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন জেএনইউ এবং জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি কার্যত বিজেপি সরকার এবং নেতৃবৃন্দের গালে দু দুটি চপেটাঘাতের সমান।