চিকিৎসা পরিষেবা আরও অত্যাধুনিক করতে পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর

১০০ শয্যার নার্সিংহোম পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য থাকবে। এরপর থেকে প্রতিটি ২০ শয্যা বৃদ্ধিতে আরও একজন করে আরএমও রাখতে হবে।

September 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

চিকিৎসা পরিষেবা (Treatment Facility) আরও অত্যাধুনিক করতে এবার পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর (State health Department)। রাজ্যের সমস্ত নার্সিংহোম (Nursing Home) ও প্রসূতি কেন্দ্রগুলিতে নিয়ম লাগু করার নির্দেশ জারি করা হয়েছে। জানানো হয়েছে, ১৫ শয্যা পর্যন্ত নার্সিংহোম বা মাতৃ ও প্রসূতিকেন্দ্রে ন্যূনতম একজন রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও) থাকতেই হবে।


স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, নার্সিংহোম বা প্রসূতি কেন্দ্রে ১৫টি করে শয্যা বাড়লে একজন করে অতিরিক্ত আরএমও রাখতে হবে। ১০০ শয্যার নার্সিংহোম পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য থাকবে। এরপর থেকে প্রতিটি ২০ শয্যা বৃদ্ধিতে আরও একজন করে আরএমও রাখতে হবে। এই নিয়ম প্রযোজ্য থাকবে ১০১ থেকে ২০০ শয্যা পর্যন্ত। এরপর থেকে প্রতি ২৫ শয্যায় একজন করে অতিরিক্ত আরএমও রাখতে হবে ২০১ থেকে ৩০০ শয্যা পর্যন্ত। ৩০০’র বেশি শয্যার নার্সিংহোমের ক্ষেত্রে প্রতি ৫০টি অতিরিক্ত শয্যায় একজন করে অতিরিক্ত আরএমও রাখতে হবে। ১৫ শয্যার নার্সিংহোমে কমপক্ষে চারজন প্রশিক্ষিত নার্স রাখতে হবে। এরপর থেকে প্রতি পাঁচটি করে শয্যাবৃদ্ধিতে একজন করে অতিরিক্ত নার্স রাখতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen