রাজ্য বিভাগে ফিরে যান

প্রকাশিত হল বদলির বিধি, প্রতি পাঁচ বছরে করা যাবে বদলির আবেদন

September 11, 2021 | 2 min read

অবশেষে প্রকাশিত হল দীর্ঘ প্রত্যাশিত বদলির বিধি। এতদিন ধরে বিশেষ বদলি বা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি ২০১৫ সালের বিধি এবং সদ্য প্রকাশিত কিছু নির্দেশিকার ভিত্তিতে চলছিল। তবে, নতুন বিধিতে শিক্ষকদের জন্য স্বস্তি দেওয়া হয়েছে। আগে একবার যে কোনও বদলি নিলে সারা জীবনে আর বদলি নেওয়ার সুযোগ ছিল না। তবে, এবার থেকে তা পাওয়া যাবে। একবার সাধারণ বদলি নেওয়ার পাঁচ বছর পরে তার জন্য আবেদন করা যাবে।

নতুন নিয়মে আগের জেনারেল ট্রান্সফারের বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। অসুস্থতার কারণটি এবার গুরুত্ব পেয়েছে। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আলাদা করে অসুস্থতার বিষয়টি উল্লেখ করা ছিল না। তবে, অগ্রাধিকার পেতে অনেকেই অসুস্থতার শংসাপত্রের জন্য আবেদন করছিলেন। তবে, সেই আবেদনপত্র বিএমওএইচের কাছ থেকে ঘুরে এসে যাচ্ছে সিএমওএইচ বা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। স্কুল শিক্ষা কমিশনার সেই আবেদনগুলি খতিয়ে, যাচাই করে শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন সিএমওএইচকে। দেখা যাচ্ছে, স্রেফ নদীয়া জেলা থেকেই এক দফায় আবেদন জমা পড়েছে প্রায় ১০০ জনের কাছাকাছি। প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলেন, জেলা প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। শহর এবং শহরতলির দিকেই শিক্ষকদের বদলি নেওয়ার প্রবণতা। এদিকে, রাজ্য সরকার সিঙ্গল টিচার পোস্টের ক্ষেত্রে বদলি মঞ্জুর না করায় অনেকেই অসুস্থতাজনিত শংসাপত্র পাওয়ার চেষ্টা করছিলেন। তার মধ্যে কতগুলি সঠিক, সেটাও দেখা দরকার।

শিক্ষক সংগঠন এসটিইএ-র তরফে অনিমেশ মণ্ডল অসুস্থতার কারণটি বিধিতে রাখায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দাবিতে আমরা সরব ছিলাম।
নতুন বিধিতে অবশ্য সিঙ্গল টিচার পোস্ট নিয়ে কিছুটা ছাড় দেওয়া রয়েছে। বদলির ফলে যদি কোনও স্কুলে শিক্ষক সংখ্যা শূন্য হয়ে যায়, তাহলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ, এ ধরনের পোস্টেও বদলির সুযোগ ভবিষ্যতে দেওয়া হতে পারে, এমনই আশা করছেন শিক্ষকরা। তবে, যে স্কুলে একটি বিষয়ের শিক্ষক রয়েছেন, সেই স্কুলে সেই বিষয়ে শূন্যপদ থাকলেও বদলি দেওয়া হবে না। মহিলাদের ক্ষেত্রে ছাড় থাকছে। শিক্ষিকারা অগ্রাধিকার পাবেন। ১০ বছরের কম বয়সী সন্তান থাকলে আরও বেশি নম্বর পাবেন।

শিক্ষক-শিক্ষিকা নির্বিশেষে স্বামী বা স্ত্রীর স্কুলের কর্মক্ষেত্রের দূরত্বের জন্য ৩ নম্বর (২০০ কিলোমিটারের বেশি) পর্যন্ত পেতে পারেন। নিজের বাড়ি থেকে দূরত্বের জন্য প্রতি ৫০ কিলোমিটারে এক নম্বর করে বরাদ্দ থাকবে। তবে, মোট নম্বর কখনওই ছ’য়ের বেশি হবে না। কোনও অপরাধের শিকার মহিলারাও বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ব্যক্তিগত বিষয়টি সম্পূর্ণ গোপন করেই তাঁর বদলি প্রক্রিয়া কার্যকর করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#transfer of teachers

আরো দেখুন