কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় স্মার্ট মহিলা ডেস্ক চালু করার উদ্যোগ লালবাজারের

September 12, 2021 | 2 min read

বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকায় লালবাজার (Lalbazar) শহরে মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk) চালু করতে চাইছে। কলকাতা পুলিস (Kolkata Police) যার পোশাকি নাম দিয়েছে, ‘স্মার্ট উইমেন হেল্প ডেস্ক কিয়স্ক’। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন প্রয়োজনে পথে নামা মহিলাদের বিপদে-আপদে সাহায্য করতেই এই প্রকল্প বলে জানা গিয়েছে।


এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে কলকাতা পুলিস। একটি কিয়স্কের জন্য আট লক্ষ টাকা বরাদ্দ করা হবে। লালবাজারের এক সূত্র জানিয়েছেন, শহরের কোথায় এই স্মার্ট কিয়স্ক বসবে  তা কলকাতা পুলিস সিদ্ধান্ত নেবে। আপাতত, ঠিক আছে, পার্ক স্ট্রিট বা ধর্মতলার মতো ব্যস্ত এলাকায় এই কিয়স্ক বসানো হবে। এখন পর্যন্ত ঠিক হয়েছে, এই কিয়স্ক সৌর বিদ্যুৎ পরিচালিত হবে। তবে বিকল্প ব্যবস্থাও থাকছে।  


আধুনিক প্রযুক্তির এই কিয়স্কের ভেতরে টাচ স্ক্রিন এলসিডি প্যানেল থাকবে। যেখানে বিভিন্ন ধরনের ‘সাইনেজ’ বা চিহ্ন থাকবে।  যার মাধ্যমে  পথে নেমে বিপদে পড়া মহিলারা অডিও/ ভিডিও কল করে কলকাতা পুলিসের কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করতে পারবেন।  স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে মহিলার অভিযোগ সরাসরি নথিভুক্ত হবে কন্ট্রোল রুমে। যার ভিত্তিতে উপযুক্ত  ব্যবস্থা নেবেন কলকাতা পুলিসের আধিকারিকরা।  তবে বিনা প্রয়োজনে এই স্মার্ট কিয়স্কে ঢোকা আটকাতে  অ্যাকসেস কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে লালবাজারের। তেমনই, এই কিয়স্কগুলিতে ‘সেন্সার’ প্রযুক্তিও থাকবে।  


বর্তমানে বিপদের সময় মহিলাদের সাহায্য করতে কলকাতা পুলিসের একাধিক প্রকল্প রয়েছে। ১০০ ডায়াল ছাড়াও শুধুমাত্র মহিলাদের জন্য একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর (১০৯১) রয়েছে। এছাড়াও ইভটিজারদের হাত থেকে মহিলাদের রক্ষা করতে মহিলা বাইকবাহিনী বা উইনার্স টিম তো রয়েছে। আবার ২০১৯ সালে হায়দরাবাদে গণধর্ষণ কাণ্ডের পর রাতের শহরে কর্মরতা মহিলার বাড়ি ফেরা নিশ্চিত করতে মহিলা পরিচালিত ‘শক্তি’ টহলদারি ব্যবস্থা রয়েছে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #lalbazar, #women help desk

আরো দেখুন