উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কোচবিহারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চার বিজেপি কর্মী গ্রেপ্তার

September 12, 2021 | < 1 min read

ভোট-পরবর্তী হিংসায় কোচবিহারের চিলাখানায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় অবশেষে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করল সিবিআই। যদিও বিজেপি কর্মীদের ফাঁসানো হয়েছে ও তাঁরা নির্দোষ প্রমাণিত হবে বলে দাবি জানিয়েছেন দলের জেলা সভানেত্রী ও তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা। চিলাখানায় তৃণমূল কর্মীর খুনের ঘটনাটি দলের গোষ্ঠীকোন্দলের ফল বলেও দাবি জানিয়েছেন তিনি।

একইসঙ্গে CBI-এর কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘বিজেপি কর্মী খুনে দিনহাটার একজন ছাড়া এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। প্রতিটি অপরাধীকে যেন ধরা হয়।’

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু’জনের নাম ঈশ্বর দাস। বাকিদের নাম মহেন্দ্র চন্দ্র ও গোবিন্দ দাস। চিলখানার দাসপাড়ার বাসিন্দা চারজনই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। এদের শনিবার রাতে গ্রেফতার করেছে সিবিআই। রবিবার সকালে তাদের তুফানগঞ্জ আদালতে তোলা হলে সকলকেই ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #coochbihar, #bjp

আরো দেখুন