৯/১১ হামলার নেপথ্যে ছিল সৌদি আরব! বিস্ফোরক দাবি আমেরিকার
৯/১১ হামলা নিয়ে গোপন নথি প্রকাশ করল মার্কিন গোয়েন্দা সংস্থা, এফবিআই। ২০০১ সালে ওই হামলায় জড়িত বিমান ছিনতাইকারীদের সঙ্গে সৌদি আববের যোগ ছিল বলে নথিতে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বিমান হামলায় নিহতদের পরিবারের সদস্যরা এই অভিযোগ করে আসছিলেন। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাঁরা আদালতে যেতেও পারছিলেন না। কিন্তু বাইডেন প্রশাসন এই তথ্য সামনে নিয়ে আসায় তাঁদের কিছুটা সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এফবিআইয়ের ওই পুরনো নথি হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে। সেখানে সৌদি নাগরিক ওমর বায়ুমির নাম উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও ওয়াশিংটনে হামলা চালানোর জন্য যে চারটি বিমান ছিনতাই করা হয়েছিল, তাতে বায়ুমির বিশেষ ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।
যখন হামলা হয়েছিল তখন সে ছাত্র ছিল। পাশাপাশি তলে তলে আল কায়েদার সঙ্গে তার যোগসূত্র গড়ে উঠেছিল। লস এঞ্জেলসে সৌদি কনস্যুলেটে গোয়েন্দা কর্মী হিসেবেও সে কাজ করত বলে নথিতে উল্লেখ করা হয়েছে। ২০০৯ ও ২০১৫ সালে বায়ুমিকে চিহ্নিত করেছিল এফবিআই। নিউ ইয়র্কের ওই হামলায় জড়িত দুই বিমান ছিনতাইকারী নওয়াফ আল হাজমি ও খালিদ আল মিধহারের সঙ্গে তার যোগসূত্রের কথা নথিতে উল্লেখ করা হয়েছে। ২০০০ সালে অর্থাৎ হামলার এক বছর আগে হাজমি ও খালিদ ক্যালিফোর্নিয়া এসেছিল। তখন বায়ুমির সঙ্গে তাদের একটি বৈঠক হয় বলে অভিযোগ। এফবিআইয়ের আরও একটি সূত্র বলছে, হাজমি ও মিধাকে সাহায্য করার জন্য বায়ুমিকে নিয়োগ করা হয়েছিল। এছাড়াও টেলিফোন নম্বরগুলি খতিয়ে দেখে তার সঙ্গে বিমান ছিনতাইকারীদের কথোপকথনের প্রমাণ মিলেছে। সৌদি দূতাবাসের এক কর্তা ফাহাদ আল থুমাইরির সঙ্গেও বিমান ছিনতাইকারীদের সঙ্গে যোগাযোগ ছিল রিপোর্টে বলা হয়েছে। আর এসব সূত্র ধরে এফবিআইয়ের রিপোর্টে ৯/১১ হামলায় সৌদি যোগ আরও স্পষ্ট হয়েছে।