হিন্দি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মমতার
বাংলায় এখন হিন্দি আগ্রাসন নিয়ে যতই আলোচনা হোক, মুখ্যমন্ত্রী কিন্তু হিন্দি ভাষার প্রতি বরাবরই সম্মান প্রদর্শন করে আসছেন।
Authored By:

হিন্দি দিবসে হিন্দিভাষীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর টুইট, “হিন্দি দিবস উপলক্ষে সকল দেশবাসী এবং হিন্দি ভাষার বিকাশে যাঁদের অবদান আছে, সেই সকল ভাষাবিদকে শুভেচ্ছা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীএবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হিন্দি দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নিজে যে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন, সেই ভবানীপুরে (Bhabanipur By-Election) প্রচুর হিন্দিভাষীর বাস। হিন্দিভাষীদের ভোটকে টার্গেট করেই সম্ভবত প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। পালটা মুখ্যমন্ত্রীও বাড়তি গুরুত্ব দিচ্ছেন হিন্দিভাষীদের। চলতি সপ্তাহেই দলের হিন্দিভাষী কর্মীদের সঙ্গে আলাদা করে বৈঠকেরও কর্মসূচি রয়েছে তাঁর। যদিও হিন্দি দিবসে (Hindi Diwas) মুখ্যমন্ত্রীর টুইট সম্পূর্ণই অরাজনৈতিক। আসলে, নিজের ভাষা বাংলাকে প্রাধান্য দিলেও অন্যান্য ভাষার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এখন হিন্দি আগ্রাসন নিয়ে যতই আলোচনা হোক, মুখ্যমন্ত্রী কিন্তু হিন্দি ভাষার প্রতি বরাবরই সম্মান প্রদর্শন করে আসছেন। ব্যতিক্রম হয়নি এবারও।
মমতার পাশাপাশি হিন্দি দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তাঁর টুইট,”আপনাদের সকলকে হিন্দি দিবসের অনেক শুভেচ্ছা। হিন্দিকে সক্ষম এবং শক্তিশালী ভাষা হিসাবে তুলে ধরার জন্য আলাদা আলাদা এলাকার মানুষের উল্লেখযোগ্য ভূমিকা আছে। আপনাদের চেষ্টাতেই হিন্দি আজ বিশ্বের মঞ্চে আরও বেশি করে প্রতিষ্ঠা পাচ্ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আবার হিন্দিকে ‘রাজভাষা’ বলে উল্লেখ করেছেন। দেশবাসীর উদ্দেশে তাঁর অনুরোধ,”নিজের মাতৃভাষার পাশাপাশি রাজা হিন্দির ব্যবহার বাড়ানোর সংকল্প করুন। মাতৃভাষা এবং রাজভাষার সমন্বয়েই ভারতের উন্নতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হিন্দি এবং সমস্ত ভাষার সমান্তরাল উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।”