বিনোদন বিভাগে ফিরে যান

‘অতি উত্তম’ নিয়ে আইনি গেরোয় সৃজিত-গৌরব

September 16, 2021 | 2 min read

উত্তমকুমারের জীবনী নির্ভর ছবির স্বত্ব নিয়ে টালিগঞ্জে সমস্যা দেখা দিয়েছে। চুক্তিভঙ্গের অভিযোগে উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজনা সংস্থা ক্যামেলিয়াকে আইনি নোটিস পাঠিয়েছে আর এক প্রযোজনা সংস্থা অলকানন্দা আর্টস। পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে উত্তর চাওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছে? সম্প্রতি, সৃজিতের নতুন ছবি ‘অতি উত্তম’-এর পোস্টার প্রকাশ্যে এসেছে। উত্তমকুমার অভিনীত বিভিন্ন ছবির ক্লিপিংস ব্যবহার করে এই ছবিতে মহানায়কের চরিত্রটি তৈরি করা হয়েছে বলে দাবি করছে এই ছবির প্রযোজনা সংস্থা। অন্যদিকে পরিচালক অতনু বসু উত্তমকুমারের বায়োপিক হিসেবে ‘অচেনা উত্তম’ নামে অন্য একটি ছবির শ্যুটিং শুরু করেছেন। এই বায়োপিকের জন্য উত্তমকুমারের পরিবারের সঙ্গে তাঁদের চুক্তিও হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, উত্তমকুমার সম্পর্কিত কোনও ছবি, নাম বা তাঁর আদল বিনোদনমূলক উদ্দেশে ব্যবহার করতে হলে প্রযোজনা সংস্থা অলকানন্দা আর্টস-এর অনুমতি প্রয়োজন। অতনু বললেন, ‘আমরা সৃজিতের ছবিটার কথা শুনেছিলাম। কিন্তু পোস্টারে উত্তমকুমারের ছবি ব্যবহার করা হয়েছে। এমনকী ছবির নামও অতি উত্তম!’

এখানেই সমস্যার শেষ নয়। জানা যাচ্ছে, উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং পরিবারের আরও চারজনের সঙ্গে হওয়া চুক্তি অনুসারে, এই পরিবারের সদস্যরা ব্যক্তিগত পরিচয়ে মহানায়ক সম্পর্কিত কোনও ছবিতে অভিনয় করতে পারবেন না। কিন্তু সৃজিতের ছবিতে উত্তমকুমারের নাতির ভূমিকাতেই রয়েছেন গৌরব। ফলে সমস্যা বেড়েছে। অতনুর বক্তব্য, তাঁরা ৯ ডিসেম্বর, ২০১৯-এ উত্তমকুমারের পরিবারের থেকে স্বত্ব নিয়েছেন। এই প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন যে, তাঁর ছবিতে ব্যবহারের জন্য উত্তমকুমারের ছবিগুলোর স্বত্ব তিনি আগে কিনেছিলেন। অন্যদিকে অতনুর দাবি, ‘ওঁরা যদি আমাদের আগে চুক্তি স্বাক্ষর করেন, তাহলে তো গৌরব সেটাও আমাদের জানাননি।’ এই প্রসঙ্গে গৌরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। মেসেজেরও উত্তর দেননি। সৃজিতের ছবির শ্যুটিং শেষ। অতনুর ছবির শ্যুটিং এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। জল এখন কোনদিকে গড়ায় সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Srijit Mukherjee, #Atanu Basu

আরো দেখুন