কংগ্রেস সভানেত্রী সোনিয়ার উপদেষ্টা হতে চলেছেন পিকে?
কংগ্রেস সভানেত্রী কিংবা সভাপতির উপদেষ্টা পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে প্রশান্ত কিশোরকে দলে নেওয়ার ব্যাপারে জোর জল্পনা শুরু হয়েছে। স্রেফ সোনিয়া গান্ধীই নন, কংগ্রেসে যিনিই সভানেত্রী বা সভাপতির পদে বসবেন, তাঁর উপদেষ্টা হিসেবেই থাকবেন পিকে। তবে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে দলে নেওয়া নিয়ে কংগ্রেসের নবীন বনাম প্রবীণের বিতর্ক তুঙ্গে।
প্রবীণদের একাংশের বক্তব্য, প্রশান্ত কিশোর এলেও রাতারাতি দল চাঙ্গা হবে না। তাঁদের আরও আপত্তি, ভোটে টিকিট বন্টনের বিষয়টি নিয়ে। সেখানে যেন প্রশান্ত কিশোর কোনওভাবে মাথা না গলান। চাইলে তাঁকে সার্বিক নির্বাচনী ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হোক। প্রবীণদের মধ্যে মূলত এ কে অ্যান্টনি, কপিল সিবাল, অম্বিকা সোনির মতো নেতানেত্রী আপত্তি তুলছেন বলে জানা গিয়েছে।
ওদিকে, প্রিয়াঙ্কা গান্ধী, অজয় মাকেন, কে সি বেণুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালার মতো নেতানেত্রীরা চাইছেন প্রশান্ত কিশোর আসুন। দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করুন। চাঙ্গা হোক কংগ্রেস। আপত্তি নেই রাহুল গান্ধীরও। তবে আউটসোসিং এজেন্সি হিসেবে নয়, সরাসরি কংগ্রেসে যোগদান করেই দলের হয়ে কাজ করতে হবে বলে প্রশান্ত কিশোরকে জানিয়েও দিয়েছেন রাহুল।
কিন্তু কী হবে তাঁর পদ? তা নিয়েই চলছে টানাপোড়েন। এআইসিসি’র বিশ্বস্ত একটি সূত্রের কথা মতো, কংগ্রেস সভাপতির উপদেষ্টা হিসেবেই প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদানে ইচ্ছুক। আহমেদ প্যাটেল প্রয়াত হওয়ায় সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব তথা পরামর্শদাতা বলে এখন আর কেউ নেই। রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত নেতা কমলনাথকে ওই দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু কমলনাথের চোখ ফের মধ্যপ্রদেশ জয়ের দিকে। তাই প্রশান্ত কিশোরকে কংগ্রেস সভাপতির উপদেষ্টার পদ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ভোট জয়ের নেপথ্য কারিগর হিসেবে দেশে প্রশান্ত কিশোরের কৃতিত্ব অনস্বীকার্য। বিশেষত, পশ্চিমবঙ্গে মোদী-অমিত শাহর আগ্রাসী চ্যালেঞ্জকে নস্যাৎ করে যেভাবে তৃণমূলের জয় এসেছে তারপর তো বটেই। দ্বিতীয়ত, তাঁর সঙ্গে প্রায় সব অবিজেপি দলেরই সম্পর্ক ভালো। তাই কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে তো বটেই, ‘মিশন-২৪’র লক্ষ্যে মোদি বিরোধী মহাজোটের অন্যতম নেপথ্য কারিগর হিসেবে পিকে’র কৌশল কাজে দেবে বলেই রাজনৈতিক মহলের মত। তবে উপদেষ্টার পদে তাঁকে বসানো হবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধীই।