বাংলায় প্রথম ‘ফুল ন্যুডিটি’ আর রহস্যের ওয়েব সিরিজ ‘সিন’

অবশেষে সাবালক হচ্ছে বাংলা ওয়েব সিরিজ। ব্যাক, ফ্রন্টাল ছেড়ে সোজা ‘ফুল ন্যুডিটি’-র পথে পা বাড়াল সে। সৌজন্যে রহস্য-রোমাঞ্চ মাখা ওয়েব সিরিজ ‘সিন’।

May 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার যেন সাবালক হল বাংলা ওয়েব সিরিজ। এতদিন লিপ লক আর খুব বেশী হলে প্রতীকী সেক্স সিন। ব্যস শেষ।

অবশেষে সাবালক হচ্ছে বাংলা ওয়েব সিরিজ। ব্যাক, ফ্রন্টাল ছেড়ে সোজা ‘ফুল ন্যুডিটি’-র পথে পা বাড়াল সে। সৌজন্যে রহস্য-রোমাঞ্চ মাখা ওয়েব সিরিজ ‘সিন’।

ইতিমধ্যেই সামনে এসেছে সেই সিরিজের ট্রেলার। টানটান উত্তেজনা, উপযুক্ত ব্যাকগ্রাউন্ড স্কোর, আলো-আঁধারি দৃশ্যপট আর যৌনতায় ভরা এই টিজারটি আগ্রহ জাগায় প্রথম ঝলকেই। এই ওয়েব সিরিজটির পরিচালক অরুণাভ খাসনবিশ।

বাংলায় প্রথম ‘ফুল ন্যুডিটি’ আর রহস্যের ওয়েব সিরিজ ‘সিন’

কি নিয়ে এই সিরিজটি? 

মূলত তিনটি প্রধান চরিত্র।অল্পবয়সী এক যুগল, আর এক জন পুলিশ অফিসার… যদিও তাঁদের মধ্যে আপাত কোনও সম্পর্ক ছিল না কোনোদিন। কিন্তু একটা খুন কোথাও গিয়ে সব হিসেব ওলটপালট করে দেয়। যে ডার্ক সিক্রেট এত দিন ধরে সযত্নে লালিত হচ্ছিল, এক ঝটকায় বেরিয়ে পড়ল তার নগ্ন রূপ।

ছবির মূল চরিত্রগুলির জন্য প্রায় ২০০০ জনের অডিশন নিয়েছিলেন অরুণাভ এবং তাঁর টিম। কিছুতেই পছন্দ হচ্ছিল না। অবশেষে পেয়েছেন। মনের মতো করে শুটিংও শেষ হয়েছে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিয়ান রায়। এ ছাড়াও রয়েছেন শ্বেতা মিশ্র, জয়দীপ সিংহ, নবনীতা চক্রবর্তী-সহ অন্যরা। ‘আড্ডাটাইমস’-এ দেখা যাবে এই সিরিজ। মূলত হিন্দীতে শুট হলেও এর বাংলা ডাবিংও করা হয়েছে।

এর আগে ‘সেক্রেড গেমস’-সহ বিভিন্ন ওয়েব সিরিজে যৌনতা, নগ্নতা দেখা গিয়েছে বহুবার। সিরিজে সেন্সর বোর্ডের বালাই নেই। তাই পরিচালকদের হাতেও একরাশ স্বাধীনতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen