এসসি ইস্টবেঙ্গলে পঞ্চম বিদেশী, এবার যোগ দিলেন ডাচ মিডফিল্ডার

স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, নাইজিরিয়ার পর এবার সই করলেন নেদারল্যান্ডসের তারকা।

September 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন্ন আইএসএলে (ISL 8) অংশ নেওয়া নিশ্চিত করেছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। অক্টোবরেই গোয়ায় শুরু প্র্যাকটিস। আর গোটা দল নিয়েই প্রস্তুতি শুরু করতে চান লাল-হলুদের নয়া কোচ ‘মানোলো’ দিয়াজ। সেই কারণেই একের পর এক ফুটবলার সই করাচ্ছে ক্লাব। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, নাইজিরিয়ার পর এবার সই করলেন নেদারল্যান্ডসের তারকা।

শুক্রবারই ক্লাবের তরফে টুইট করে জানানো হয়, ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে এক বছরের চুক্তিতে সই করানো হল। এই প্রথমবার লাল-হলুদ শিবিরে নাম লেখালেন কোনও ডাচ ফুটবলার। এই তারকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল, ইতিমধ্যেই স্প্যানিশ ক্লাব হারকিউলিস সিএফে মানোলো দিয়াজের তত্ত্বাবধানে খেলেছেন তিনি। তাই পরিবেশ, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সুবিধা হবে বলেই জানিয়ে দিলেন ড্যারেন। তিনি বলেন, “স্পেনে এই কোচের তত্ত্বাবধানে খেলেছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভাল। এটাই সাহায্য করবে আমায়। ফের তাঁর কোচিংয়ে খেলার অপেক্ষায় রয়েছি।”

স্লোভেনিয়ার মিডিও আমির ডার্বিসেভিচের পর দ্বিতীয় বিদেশি মিডফিল্ডারকে সই করালো এসসি ইস্টবেঙ্গল। ২০১৭-১৮ মরশুমে জং আয়াখসের হয়ে ডাচ লিগের দ্বিতীয় ডিভিশনে খেলে জিতেছেন ট্রফি। অংশ নিয়েছেন UEFA যুব লিগেও। স্প্যানিশ দ্বিতীয় ডিভিশন ক্লাব কর্ডোবা সিএফে খেলার অভিজ্ঞতাও রয়েছে সিডোয়েলের। যিনি গত মরশুমে লোনে হারকিউলিসে খেলেন। সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি। ২৩ বছরের তারকা বলেন, “ইউরোপের একাধিক দেশে খেলেছি। এবার ইন্ডিয়ান সুপার লিগেও ভাল পারফর্ম করতে চাই।”

এদিকে ড্যারেনকে দলে পেয়ে উচ্ছ্বসিত দিয়াজ (Manolo Diaz)। “আমার দলে ফের ড্যারেনকে পেয়ে দারুণ লাগছে। তরুণ পরিশ্রমী খেলোয়াড়। একেবারে ইউটিলিটি প্লেয়ার। ওর সঙ্গে কথাও হয়েছে। একসঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen