ভবানীপুরে মমতার প্রচারে আজ নামছেন অভিষেক
আজ থেকেই ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে প্রচারে নামছেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
তৃণমূল সূত্রে খবর, আজ শনিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা লাগোয়া লক্ষ্মীনারায়ণ মন্দিরের অডিটোরিয়ামে এই কেন্দ্রের ভোটার ও বিশিষ্ট জনেদের নিয়ে এক ঘরোয়া বৈঠক করতে চলেছেন অভিষেক। করোনা বিধি এবং নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে কোনরকম বড় সমাবেশ, মিছিল বা রোড শো না করে, ছোট ছোট ঘরোয়া বৈঠক করে মমতার হয়ে ভোট চাওয়ার কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস।
জানা যাচ্ছে, লক্ষ্মীনারায়ণ মন্দিরের অডিটোরিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটারদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর সমর্থনে ভোট চাইবেন, বিশিষ্টজনেদের সঙ্গে জনসংযোগ করবেন। সেখানে আলোচনার পর নৈশভোজের বন্দোবস্তও। অভিষেকের এদিনের এই বৈঠকে থাকবেন ভবানীপুর বিধানসভা এলাকার ৮টি ওয়ার্ডের বিশিষ্টজন।
অভিষেকের পাশাপাশি এদিন থাকতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ ভবানীপুরের অন্তর্গত কলকাতা পুরসভার ৮টি ওয়ার্ডের কো-অর্ডিনেটরেরা।