যোগীরাজ্যে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তারে গিয়ে হেনস্থার মুখে রাজ্য পুলিশ
অভিযুক্ত বিজেপি যুব মোর্চা কর্মী যোগেশ বার্ষ্ণয়ের বাড়িতে আটকে রেখে তাঁদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
উত্তরপ্রদেশে বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে নিগ্রহের শিকার রাজ্য পুলিশ। অভিযুক্ত বিজেপি যুব মোর্চা কর্মী যোগেশ বার্ষ্ণয়ের বাড়িতে আটকে রেখে তাঁদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
৪ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে ১১ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেন যুব মোর্চা কর্মী যোগেশ বার্ষ্ণয়। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশের আলিগড়ের গাঁধী নগরে যায় রাজ্য পুলিশের একটি দল। অভিযোগ, অভিযুক্ত বিজেপি নেতা যোগেশ রাজ্য পুলিশের দলকে একটি ঘরে আটকে রাখেন। তাঁদের শারীরিক নিগ্রহও করা হয় বলে অভিযোগ। সংবাদ সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশ গিয়ে রাজ্য পুলিশের দলকে উদ্ধার করে।
অভিযুক্ত বিজেপি যুব মোর্চা নেতাকে গ্রেপ্তার করা যায়নি।
