সুখবর! গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা জয়ীর সংখ্যা ৭৫৭ জন

করোনা নিয়ে আতঙ্কের মাঝে ভরসা জোগাচ্ছে সুস্থতার হার।

September 19, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।  একদিনে সামান্য বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭২৮ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। পজিটিভিটি রেট ১.৯১ শতাংশ।

শনিবার বিকেলে রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭২৮ জন। তার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। ঠিক তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত ১২১ জন। পাহাড়ে করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে দার্জিলিং (Darjeeling)। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬১ হাজার ১৪ জন। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে বেশ খানিকটা। প্রাণহানি হয়েছে ১২ জনের। শুক্রবার সংখ্যাটা ছিল ৯জন। বর্তমানে মোট করোনার বলি ১৮ হাজার ৬৪১ জন।

করোনা নিয়ে আতঙ্কের মাঝে ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছে ৭৫৭ জন। করোনা মোকাবিলায় পরীক্ষাই একমাত্র ভরসা। ৩৮ হাজার ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৭৬ লক্ষ ৯৯ হাজার ৫০২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১.৯১ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen