স্বাস্থ্য বিভাগে ফিরে যান

মৃদু উপসর্গে শেষ তিন দিন জ্বর না-এলে ছুটি হাসপাতাল থেকে

May 10, 2020 | < 1 min read

অতি মৃদু, মৃদু ও মাঝারি উপসর্গ থাকা করোনা-আক্রান্তদের হাসপাতাল থেকে ছুটি দেওয়ার জন্য আরটিপিসিআর টেস্ট করা দেশে আর বাধ্যতামূলক রইল না। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন কোনও করোনা-আক্রান্তের (অতি মৃদু, মৃদু ও মাঝারি উপসর্গ থাকা) টানা তিন দিন জ্বর, শ্বাসকষ্টের মতো শারীরিক সমস্যা না-থাকলে তাঁকে ছুটি দিয়ে দেওয়া যাবে।

এতদিন কোনও করোনা-আক্রান্তের সোয়াবের নমুনা ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার টেস্ট করতে হত। রিপোর্ট পর পর দু’বার নেগেটিভ এলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পেতেন এক জন করোনা-আক্রান্ত। ফলে, শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠেও দীর্ঘদিন হাসপাতালেই ভর্তি থাকতে হত করোনা-আক্রান্তদের। কেন্দ্রের এই নয়া নির্দেশিকার ফলে সেই বাধ্যবাধকতা আর থাকল না। কেন্দ্রের ওই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে এ দিন রাজ্যও নির্দেশিকা জারি করেছে।

মৃদু উপসর্গে শেষ তিন দিন জ্বর না-এলে ছুটি হাসপাতাল থেকে

কী বলছে কেন্দ্রের নয়া নির্দেশিকা?

অতি মৃদু, মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উপসর্গ দেখা দেওয়ার ১০ দিনের মাথায় ছুটি দেওয়া যাবে বলে কেন্দ্র জানিয়েছে। তবে এই ১০ দিনের মধ্যে শেষ তিন দিন জ্বর না-থাকলে তবেই ছুটি পাবেন আক্রান্তরা। বাড়ি ফিরে সাত দিন আইসোলেশনে থাকতে হবে তাঁদের৷ শ্বাসকষ্ট অথবা মাঝারি উপসর্গ থাকা রোগীদের উপসর্গ যদি তিন দিনের মধ্যে কমে যায় এবং টানা চার দিন শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ থাকে, তা হলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যাবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্র। 

কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যদি কোনও ব্যক্তির শ্বাসকষ্ট, জ্বরের উপসর্গ ফিরে আসে, তা হলে আবার কোভিড কেয়ার সেন্টারের সঙ্গে তাঁকে যোগাযোগ করতে বলা হয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #lock down, #hospital

আরো দেখুন