পঞ্জাবের পর এবার রাজস্থানেও মুখ্যমন্ত্রী বদল! বাড়ছে জল্পনা
পঞ্জাবে ক্ষমতায় রদবদলের জেরে এবার শোরগোল পড়েছে রাজস্থানের রাজনীতির অলিন্দেও। কংগ্রেস শাসিত এই রাজ্যের পরিস্থিতি কী হবে তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে শাসকদলের বিধায়কদের অন্দরে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে রাজস্থানকে একই সারিতে বসানোটা ঠিক হবে না। এখনও অশোক গেহলটের পার্টির অন্দরে যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। যেটা পঞ্জাবের ক্ষেত্রে অমরিন্দর সিংয়ের হাত থেকে রাজ্য পার্টির রাশ চলে গিয়েছিল। নভোজিৎ সিং সিধুকে দলের রাজ্য সভাপতি করার পরেও আরও বিপাকে পড়েছিলেন অমরিন্দর সিং। এদিকে পঞ্চাবে একেবারে দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। ২০২২য়ে ভোট সেখানে। অন্যদিকে রাজস্থানে ভোট হতে এখনও দুবছর বাকি। ২০২৩য়ে ভোট রাজস্থানে।
তবে পঞ্জাবের ঘটনার জেরে রাজস্থানে সচিন পাইলটের অনুগামীরা উচ্ছসিত। তাঁদের একাংশের দাবি, রাহুল গান্ধীর সঙ্গে পাইলট দেখা করেছেন। কিছু ভালো খবর নিশ্চয়ই আসবে। অপর এক নেতৃত্বের দাবি, রাজস্থানেও এবার মন্ত্রিসভা রদবদল হতে পারে। রাহুল গান্ধী ছত্তিশগড়. রাজস্থানের প্রতি এবার ফোকাস করবেন। পাইলট ঘনিষ্ঠ এক বিধায়ক বলেন, দল পঞ্জাবের ক্ষেত্রে যা করেছে তাতে আমরা উৎসাহিত। এখানেও হয়তো এবার কিছু হবে।
তবে গেহলট ঘনিষ্ঠ এক বিধায়কের দাবি অরবিন্দরের সঙ্গে গেহলটের বিষয়টি গুলিয়ে ফেললে হবে না। মুখ্য়মন্ত্রী পদের জন্য অমরিন্দর দিল্লির পছন্দের ছিলেন না। গেহলট ১০০জন বিধায়কের সমর্থনে পদে বসেছিলেন।