বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষক দিবস ঘোষণার দাবি, সমর্থনে বিশিষ্টরা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, ২৬ সেপ্টেম্বরকে বাংলার শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবি জোরালো হচ্ছে। এ দাবি অনেকদিন ধরেই ছিল। তবে জাতীয় বাংলা সম্মেলনের মত সংগঠনগুলোর তরফে এই দাবির স্বপক্ষে সমর্থন আদায়ের কাজ শুরু হয়েছে।
এই সব সংগঠনের দাবি, প্রথমে ২৬ সেপ্টেম্বরকে বাংলার শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করতে হবে। তারপর সংসদে বাংলার প্রতিনিধিরা ওই দিনটিকে রাষ্ট্রীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার জন্যও দাবি তুলবেন। দেশের সার্বিক শিক্ষা এবং নারীশিক্ষা প্রসারের প্রধান কাণ্ডারী বিদ্যাসাগরকে সম্মান দেওয়ার সেটাই অন্যতম সেরা পন্থা বলে মনে করছে এই সংগঠনগুলি।
জানা যাচ্ছে কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, শিক্ষাবিদ পবিত্র সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, তপোধীর ভট্টাচার্য, সবুজকলি সেন, গায়ক রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, ইমন সেনদের মতো ব্যক্তিত্ব ইতিমধ্যেই এই দাবিতে সমর্থন জানিয়েছেন। এই সংক্রান্ত একটি চিঠি খুব শীঘ্রই নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে।